সুপ্রিম কোর্ট সংস্কারে পোলিশ প্রেসিডেন্টের ভেটো
২৫ জুলাই ২০১৭সোমবার রাত্রে সিডুও বলেন যে, ভোটারদের ‘‘প্রয়োজনীয়'' বিচারবিভাগীয় সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; প্রেসিডেন্টের পদক্ষেপের ফলে তা শুধু বিলম্বিত হবে৷
ইতিপূর্বে প্রেসিডেন্ট দুদা বিচারবিভাগের সংস্কার সংক্রান্ত তিনটি বিলের মধ্যে দু'টি বিল অনুমোদন করতে অস্বীকার করেন৷ সংশ্লিষ্ট বিলগুলি ক্ষমতাসীন ‘আইন ও বিচার দল' ‘পিস'-কে সুপ্রিম কোর্টের বিচারকদের মনোনীত করার অধিকার দিতো৷
টেলিভিশনে সম্প্রচারিত একটি সংবাদ সম্মেলনে দুদা বলেন: ‘‘আমি (সংশ্লিষ্ট বিলগুলিকে) (সংসদের নিম্নকক্ষ) ‘সেইম'-এ ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি, যার অর্থ আমি সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিল ও সেই সঙ্গে বিচারবিভাগের জাতীয় পরিষদ সংক্রান্ত বিলটির উপর ভেটো প্রয়োগ করব৷''
এই দু'টি বিলের মধ্যে একটি বিল আইনমন্ত্রীকে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার ক্ষমতা দেবে৷ পোল্যান্ডে আইনমন্ত্রী স্বয়ং আবার ‘প্রসিকিউটর জেনারেল' বা প্রধান সরকারি কৌঁসুলি – কাজেই তাঁর বিচারক নিয়োগের ক্ষমতা থাকা উচিত নয়, বলে দুদা মন্তব্য করেন৷
দুদা যে দ্বিতীয় বিলটি ভেটো করতে চাইছেন, তা বিধায়কদের বিচারবিভাগ সংক্রান্ত জাতীয় পরিষদের উপর ব্যাপক ক্ষমতা দেবে৷ এই পরিষদ সুপ্রিম কোর্টে নিয়োগের জন্য বিচারকদের নাম সুপারিশ করে থাকে৷ পরিষদের সদস্যরা বিচারক ও রাজনীতিকদের একটি সংমিশ্রণ৷
বিচারবিভাগের জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দুদা বলেন যে, ঐ সংস্কার থেকে একটি দমনমূলক সরকারের ভীতি সৃষ্টি হওয়া উচিত নয়৷ ‘‘পরিবর্তনগুলি এমনভাবে আনতে হবে, যাতে রাষ্ট্র ও সমাজের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না হয়'', বলেন দুদা৷ তবে তিনি তৃতীয় বিলটিতে স্বাক্ষর করবেন, বলে দুদা জানান: বিলটিতে স্থানীয় আদালতগুলির উপর প্রশাসনিক কর্তৃপক্ষের প্রভাব বৃদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে৷
ক্ষমতাসীন দলের রাজনীতিকরা সোমবার দুদার সঙ্গে দেখা করে তাঁর মত বদলানোর চেষ্টা করেন, কিন্তু দুদা অনড় থাকেন৷ প্রেসিডেন্টের মুখপাত্র ক্রিস্টফ লাপিনস্কি পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন যে, প্রেসিডেন্ট দেশব্যাপি প্রতিবাদ সম্পর্কে ‘‘অন্ধ ও বধির'' নন; বাস্তব পরিস্থিতির গভীর বিশ্লেষণ ও শলাপরামর্শের পরই প্রেসিডেন্ট তাঁর সিদ্ধান্ত নিয়েছেন৷
দুদা ও ‘পিস' দলের নেতা ইয়ারোস্লাভ কাচিনস্কির মধ্যে প্রকাশ্য বিরোধের ঘটনা এই প্রথম৷ কাচিনস্কি স্বয়ং দুদাকে ২০১৫ সালে প্রেসিডেন্ট পদে ‘পিস' দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন৷
ডয়চে ভেলের পোলিশ সংবাদদাতা ভয়চিয়েই জিমানস্কির মতে বিরোধের এখানেই সমাপ্তি নয়৷ দুদা বলেছেন যে, তিনি তৃতীয় বিলটি সমর্থন করবেন; এছাড়া তিনি সুপ্রিম কোর্ট ও জুডিসিয়াল কাউন্সিল সংক্রান্ত বিলগুলির নিজস্ব সংস্করণ প্রস্তুত করবেন, বলে দুদা ঘোষণা করেছেন৷ কাজেই সরকার শুধু স্থানীয় আদালতগুলিই নয়, কালে অপরাপর আদালতের উপরেও তাদের প্রভাব বিস্তার করবে, বলে জিমানস্কির অনুমান৷
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় দুদার ভেটোকে স্বাগত জানিয়েছে ও এই আশা প্রকাশ করেছে যে, পোলিশ সরকার এই পদক্ষেপ পুরোপুরি বাতিল করবেন৷
এসি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এপি)