1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সূর্য ভ্রমণ করবে বুধ

৯ মে ২০১৬

এ বছর সৌরজগতের বেশ কয়েকটি বিরল দৃশ্যের সাক্ষী ছিল বিশ্ব৷ কখনও ‘রেড সুপার মুন' তো কখনও ‘মিনি মুন', আবার কখনও অনন্যসুন্দর চন্দ্রগ্রহণ৷ এর মধ্যে কোনোটাই কি আপনি স্বচক্ষে দেখেননি? চিন্তা নেই, ঘটতে চলেছে আরো একটি বিরল ঘটনা৷

https://p.dw.com/p/1Ij8H
একটি সূর্যগ্রহণের ছবি
ছবি: Reuters/Jon Olav Nesvold/NTB scanpix TPX

বিশাল সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হলো বুধ বা ‘মার্কারি'৷ ৯ই মে এই ছোট্ট গ্রহটাই এবার সূর্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অতিক্রম করবে৷ চাইলে এ দৃশ্য আপনিও দেখতে পারেন৷ ৮ লক্ষ ৬৫ হাজার মাইল দৈর্ঘ্যের সূর্যের বিশাল ব্যাস অতিক্রম করার সময় বুধকে অবশ্য দেখতে লাগবে সূর্যের গায়ে একটা ছোট্ট ‘বিউটি স্পট'-এর মতো৷ জানা গেছে, গোটা ঘটনাটা চলবে প্রায় চার ঘণ্টা ধরে এবং প্রায় গোটা বিশ্ব থেকেই দেখা যাবে বুধের এই সূর্য ভ্রমণ৷

‘অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া'র তথ্য অনুযায়ী, ভারতে এই দৃশ্য দেখা যাবে বিকাল ৪টা ৩২ মিনিট থেকে রাত প্রায় সাড়ে আটটা (বাংলাদেশ সময় বিকাল ৫টা ২মিনিট থেকে রাত প্রায় নয়টা) পর্যন্ত৷ তবে ক্ষুদ্রাকার বুধকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব৷ তাই মহাজাগতিক বিশ্বের এই ঐতিহাসিক ঘটনাটি নিজের চোখে দেখার জন্য নিতে হবে দুরবিন বা টেলিস্কোপের সাহায্য৷

তবে ৯ই মে কোনোভাবে যদি এই দৃশ্য ‘মিস' করেন, তাহলেও মাত্র তিন বছর পরই, মানে ২০১৯ সালের নভেম্বর মাসে আবারো এ দৃশ্য দেখার সুযোগ ঘটবে৷ তবে এতদিন অপেক্ষা করে লাভ কী?

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য