সেরিনার দ্বেষ, ভালোবাসা
২৪ মে ২০১৩কিংবদন্তি নয়, সত্য কাহিনি৷ ভেনাস আর সেরিনা উইলিয়ামস'এর বাবা রিচার্ড উইলিয়ামস তাদের জন্মের আগেই ঠিক করেছিলেন যে তারা টেনিস খেলবে, বিশ্বের পয়লা নম্বর খেলোয়াড় হবে, টেনিস খেলে কোটিপতি হবে, ইত্যাদি৷ ব্যাপারটা ঘটেছেও তাই৷
অন্যদিকে তার ফল হয়েছে, সেরিনা এতো কমবয়সে খেলা শুরু করেছেন এবং এতো তাড়াতাড়ি সাফল্য পেয়েছেন যে তাঁর একটি ক্যারিয়ারে সামলায়নি৷ আজ ৩১ বছর বয়সে তিনি আবার বিশ্বের পয়লা নম্বর বাছাই, যা তাঁর আগে এতো বেশি বয়সে কেউ হতে পারেনি৷
ওদিকে এ'বছর সেরিনা খেলছেন যেন তিনি আবার টিনেজার হয়ে গেছেন৷ জানুয়ারি যাবৎ পাঁচটি টুর্নামেন্ট জিতেছেন৷ ৩৮টি ম্যাচের মধ্যে শুধু দু'টিতে হেরেছেন৷ সামনে আবার রয়েছে ফ্রেঞ্চ ওপেন, গতবার যেখানে তাঁকে প্রথম রাউন্ডে ফ্রান্সের ভার্জিনি রাজ্জানো'র কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিতে হয়েছিল৷
শুধু টেনিসই খেলেন না সেরিনা
ডিপিএ'র সাক্ষাতে সে পরিচয়ও দিয়েছেন, খোলাখুলিভাবে কথা বলেছেন বিভিন্ন বিষয়ে৷ প্রথমেই বলেছেন, তিনি ফ্রান্সকে ভালোবাসেন৷ ইউরোপ মহাদেশে তিনি ফ্রান্সেই প্রথম পা রাখেন বলে তাঁর ধারণা৷ ইতিমধ্যে অল্পস্বল্প ফরাসিও বলতে পারেন৷ অবশ্য তাঁর ফ্রান্স প্রীতির আরেকটি বড় কারণ হল: তাঁর বর্তমান কোচ প্যাট্রিক মুরাটোগলু শুধু জাতিতে ফরাসিই নন, তিনি সেরিনার বয়ফ্রেন্ডও বটে৷
নয়তো সেরিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামার বিশেষ ভক্ত৷ দু'জনে বিভিন্ন চ্যারিটিতে একত্রে কাজ করেছেন৷ মিশেলের বক্তৃতা শুনে সেরিনা উদ্বুদ্ধ৷ যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা উচিত কি নয়, এ'প্রশ্নের উত্তরে সেরিনা বলেন: তিনি শতকরা একশো ভাগ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের সপক্ষে; একশো নয়, শতকরা দু'শো ভাগ৷ তার কারণটা ট্র্যাজিক: সেরিনার নিজের বোন ইয়েটান্ডে দশ বছর আগে লস এঞ্জেলেসের একটি শহরতলিতে বন্দুকের গুলিতে নিহত হন৷
কবে অবসর নেবেন সেরিনা? প্রশ্নটাই ছিল হয়তো অবান্তর৷ উত্তরে সেরিনা বলেন: ‘‘কে জানে? তুমি জানো না, আমি জানি না, কেউ জানে না৷''
এসি / এসবি (ডিপিএ)