সোশ্যাল মিডিয়ার দায়িত্বহীনতা
১১ মার্চ ২০১৮গত মঙ্গলবার লন্ডনে নিরাপত্তা সম্মলনে ব্রিটেনের সন্ত্রাস-বিরোধী বিভাগের শীর্ষ পুলিশ কর্মকর্তা মার্ক রাওলি বড় বড় যোগাযোগ পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলোর ব্যাপক সমালোচনা করেছেন৷ তার দাবি এই কোম্পানিগুলো সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে৷ তিনি বলেন, এরা ব্রিটিশ পুলিশদের সন্ত্রাসী কর্মকাণ্ড সংক্রান্ত কোনো ধরনের তথ্য দিয়ে সহায়তা করতে পারছে না৷
রাওলি বলেন, ‘‘অনলাইন সন্ত্রাসীরা, যারা এরই মধ্যে অপরাধের জন্য সাজা পেয়েছে, তারা অনলাইনে নির্দিষ্ট জায়গা দখল করে তাদের কাজের বৈধতার ব্যবস্থা করেছে৷ তাদের ফান্ড দিয়ে সাহায্য করছে বড় বড় সম্পদশালী কর্পোরেশন৷ ''
ব্রিটিশ এই পুলিশ কর্মকর্তা বলেন, একজন ব্যক্তি অনলাইনে মৌলবাদকে উসকে দিচ্ছে, অবৈধ কন্টেন্ট দিচ্ছে, অন্যান্য জঙ্গিদের সাথে যোগাযোগ করছে, কাদের উপর হামলা করবে সেটা লক্ষ্য রাখছে, এমনকি বোমা বানানোর প্রক্রিয়া ডাউনলোড করছে৷ কিন্তু প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এই ব্যাপারগুলোর প্রতি কোনো নজর রাখছে না৷''
রাওলি এই ফার্মগুলোকে দায়িত্বজ্ঞানহীন বাড়ির মালিকের সঙ্গে তুলনা করেছেন, যারা ভাড়াটিয়ার কোনো তথ্য যাচাই-বাছাই না করে ঘর ভাড়া দেয়৷ কোনো বাড়ির মালিক যদি জানতে পারেন, তার বাড়ি জঙ্গি হামলাকে উৎসাহ দিচ্ছে বা পরিকল্পনার ঘাঁটি হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে তাদের দায়িত্ব হলো পুলিশ বা কর্তৃপক্ষকে জানানো৷''
ব্রিটিশ কর্তৃপক্ষ অনেকদিন ধরেই সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থতার জন্য টেক ফার্মগুলোর কর্মকাণ্ডকে দায়ী করে আসছে৷ তাদের অভিযোগ এই কোম্পানিগুলো তাদের গ্রাহকদের কর্মকাণ্ডের ব্যাপারে একেবারে অন্ধ৷
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী গত বছর সিলিকনভ্যালি পরিদর্শন করে এ ব্যাপারে তাদের কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছিলেন৷ ২০১৭ সালে ব্রিটেনে চারটি সন্ত্রাসী হামলায় ৩৬ জন প্রাণ হারায়৷
এপিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)
আপনিও কি সোশ্যাল মিডিয়াকে দায়ত্বহীন বলবেন? লিখুন নীচের ঘরে৷