সৌদি আরবের বিরুদ্ধে মামলা?
১৯ এপ্রিল ২০১৬২০০১ সালের ১১ ই সেপ্টেম্বর চারটি বিমান ছিনতাই করে সেই বিমানগুলো নিয়েই নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা চালায় সন্ত্রাসীরা৷ টুইন টাওয়ার ধসিয়ে দেয়া সেই বিভৎস হামলায় যে ১৯ জন আল-কায়েদা জঙ্গি অংশ নিয়েছিল, তাদের অধিকাংশই ছিল সৌদি আরবের নাগরিক৷ আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হলেও খোদ যুক্তরাষ্ট্রেই তাই টুইনটাওয়ার হামলায় সৌদি আরবেরও সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে৷
সম্প্রতি ১৫ বছর আগের ওই সন্ত্রাসী হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনাও বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র৷ এমন একটি প্রস্তাব এখন সেনেটে উপস্থাপনের অপেক্ষায়৷
প্রস্তাবটি পাশ হলে ৯/১১ হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করতে পারবে যুক্তরাষ্ট্র৷ তবে বিল পাশের আগেই হুমকি এসেছে সৌদি আরবের দিক থেকে৷ নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে মামলা করলে সৌদি আরবও পাল্টা ব্যবস্থা নেবে৷
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইরকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হলে সৌদি সরকার যুক্তরাষ্ট্রে থাকা ৭৫০ বিলিয়ন ডলার মূল্যমানের সম্পদ বিক্রি করে দেবে৷
বিলটি নিয়ে অবশ্য যুক্তরাষ্ট্রেই বড় ধরণের মতানৈক্য রয়েছে৷ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিন্টনসহ অনেকেই মনে করেন, সৌদি আরবের বিরুদ্ধে মামলা করা উচিত৷ তবে ডেমোক্র্যাটিক দলেরই বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, এমন মামলা না করাই ভালো, কেননা, একবার এমন মামলা করা হলে সাধারণ নাগরিকদের মাঝেও যে কোনো দেশের বিরুদ্ধে এমন মামলা করার প্রবণতা দেখা দেবে৷ ডেমোক্র্যাটিক দলের আরেক সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্সও এ বিষয়ে ওবামার সঙ্গে সহমত পোষন করেছেন৷
এমনই এক পরিস্থিতিতে মঙ্গলবার সৌদি আরব সফর শুরু করছেন বারাক ওবামা৷
এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)
সত্যিই কি সৌদি আরবের বিরুদ্ধে মামলা করবে যুক্তরাষ্ট্র? জানান আপনার মতামত, নীচের ঘরে৷