1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিশরের জন্য দু’টো সৌদি দ্বীপ?

১২ এপ্রিল ২০১৬

মাত্রই মিশরে পাঁচদিনের সফর শেষ করলেন সৌদি বাদশা সালমান৷ এ সময় দু'দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়৷ তবে সৌদি আরবকে দু'টি দ্বীপ দেয়ার ঘোষণায় ক্ষুব্ধ, অবাক অনেক মিশরীয়৷

https://p.dw.com/p/1ITi1
মিশরের প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে সৌদি বাদশাহ
ছবি: picture-alliance/dpa/Egyptian Presidency

শনিবার এক বিবৃতিতে মিশর জানায়, দুই দেশের মধ্যে সমুদ্রের সীমানা নির্ধারণ করে একটি চুক্তি স্বাক্ষরিত হয়৷ এর ফলে তিরান ও সানাফির দ্বীপ দুটি এখন থেকে সৌদি আরবের সীমানায় বলে বিবেচিত হবে৷ এই প্রক্রিয়া সম্পন্ন হতে ছয় বছর সময় লেগেছে বলেও জানানো হয় বিবৃতিতে৷

এরপর সৌদি আরব ও মিশরের কর্মকর্তারা জানান, দ্বীপ দুটি সৌদি আরবেরই ছিল৷ ১৯৫০ সালে সৌদি আরবের প্রতিষ্ঠাতা আব্দুলআজিজ আল সৌদ মিশরকে দ্বীপ দু'টি রক্ষার দায়িত্ব দিয়েছিল৷

ঐ দু'টি দ্বীপের মধ্যে বেশি পরিচিত তিরান৷ ছুটি কাটাতে অনেক পর্যটক সেখানে যান৷ নীচের টুইটটিতে দ্বীপ দু'টি দেখা যাচ্ছে৷

মিশরের পর্যটন বিষয়ক ওয়েবসাইটে তিরানকে ‘মাস্ট-সি ডেস্টিনেশন' বলে উল্লেখ করা হয়েছে৷

দ্বীপ দেয়ার ঘোষণায় অনেক মিশরীয় ক্ষুব্ধ হয়ে উঠেছেন৷ আরবি ভাষায় ‘আওয়াদ সোল্ড হিজ ল্যান্ড' হ্যাশট্যাগ (#عواد_باع_ارضه) ব্যবহার করে অনেকে টুইটারে তাদের ক্ষোভ ব্যক্ত করেন৷ হ্যাশট্যাগটি মিশরের ষাটের দশকের একটি জনপ্রিয় গান থেকে নেয়া৷ সেই সময় আবাদি জমি বিক্রি করাকে অসম্মানের মনে করা হতো৷ সৌদি আরবকে দু'টি দ্বীপ দিয়ে দেয়ার বিষয়টি এমনই অসম্মানের মনে করছেন মিশরীয়রা৷ বিশেষ করে এমন সময়ে এই ঘোষণা এসেছে যখন সৌদি আরবের সঙ্গে মিশর কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে৷ এর আওতায় মিশর ও সৌদি আরবের মধ্যে সাগরের উপর দিয়ে সেতু নির্মাণের ঘোষণাও দিয়েছেন সৌদি বাদশা সালমান৷

মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক বাসেম ইউসেফ, যিনি সরকারের সমালোচনা করায় এখন দেশের বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, তিনি টুইটারে মিশরের প্রেসিডেন্ট আল-সিসিকে বিদেশি পর্যটকদের কাছে সুভেনির বিক্রি করা রাস্তার হকারের সঙ্গে তুলনা করেছেন৷ আরবি ভাষায় তিনি লিখেছেন, ‘‘এখানে, এখানে, পাশা, এক বিলিয়নে একটি দ্বীপ, দুইতে একটি পিরামিড, তার উপর আমি ফ্রিতে দু'টো মূর্তি বসিয়ে দিব৷''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান