হলিউড
১৬ জুলাই ২০১২নতুন এই ছবিটি মূলত ২০১০ সালে নির্মিত একটি ছবির সিক্যুয়েল, যেখানে একদল ভাড়াটে বিদেশি সৈনিকের একটি বিশেষ মিশনে পাঠানো হয়েছিল৷ বিদ্রোহীদের পক্ষ নিয়ে ভাড়াটে সৈনিকরা এক বর্বর সামরিক নেতাকে হত্যার চেষ্টা করে৷ নতুন ছবির আনুষ্ঠানিক ট্রেলার এখন প্রদর্শিত হচ্ছে ইউটিউবে৷ আগের ছবির মতোই এটিতেও রয়েছ লোমহর্ষক বিভিন্ন অ্যাকশন দৃশ্য৷
সান দিয়াগো'র কমিক-কন পপ কালচার ইভেন্টে নতুন ছবির প্রচারণায় অংশগ্রহণ করেন বর্ষীয়ান হলিউড তারকারা৷ ৬৬ বছর বয়সি ‘ব়্যাম্বো' এবং ‘রকি' অভিনেতা স্ট্যালোন সেখানে শোয়ারৎসেনেগারকে ‘অ্যাকশন চলচ্চিত্রের অঙ্গনে নিজের ভাই' হিসেবে পরিচয় করিয়ে দেন৷ ৬৪ বছর বয়সি শোয়ারৎসেনেগার ক্যালোফোর্নিয়ার সাবেক গভর্নর এবং ‘টার্মিনেটর' ছবির তারকা৷
‘দ্য এক্সপেনডেবল্স' ছবিটি মুক্তি পায় ২০১০ সালের আগস্ট মাসে৷ সে ছবিতে আশির দশকের অ্যাকশন এবং অ্যাডভেঞ্চার ফিরিয়ে আনা হয়েছিল৷ ছবিতে ব্রুস উইলিসদের মতো বর্ষীয়ান অ্যাকশন তারকাদের ফিরিয়ে আনা হয়েছিল এবং তাতে সাড়াও ছিল বেশ৷ সারা বিশ্বের বিভিন্ন বক্স অফিসের হিসেব অনুযায়ী, প্রায় ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল ‘দ্য এক্সপেনডেবল্স'৷
ছবিটির পরবর্তী সিক্যুয়েল মুক্তি পাচ্ছে আগামী ১৭ আগস্ট৷ এই উপলক্ষ্যে কমিক-কন উৎসবে মিলিত হন স্ট্যালোন, শোয়ারৎসেনেগার, উইলিস, চাক নরিস, জেট-লি, জেসন স্ট্যাথ্যাম এবং অন্যান্যরা৷ স্ট্যালোন উৎসবে বলেন, ‘‘প্রথম ছবিতে কার্যকর কর্মপন্থার খোঁজ করা হয়েছিল৷ এটি কি অনেক নাটকীয় এবং হাস্যরসাত্মক ব্যাপার? কিন্তু প্রথম ছবিতে যা করা হয়েছিল তার ফলাফল আপনারা পাবেন দ্বিতীয়টিতে এবং আপনারা সেগুলো বিস্তৃত করার চেষ্টা করবেন৷''
দ্বিতীয় ছবিতে হলিউডের বর্ষীয়ান এই তারকারা আরেকটি কঠিন অ্যাসাইনমেন্টে গ্রহণ করেন৷ স্ট্যালোন'এর ভাষায় এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতে গিয়ে সৈনিকরা চরম কঠিন অবস্থার মোকাবিলা করবেন৷
এদিকে, ব্যক্তি জীবনে কঠিন সময় পার করছেন স্ট্যালোন৷ তাঁর বড় ছেলে সেজ মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন৷ গত শুক্রবার হলিউডের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে৷ ধারণা করা হচ্ছে অপরিমিত মাত্রায় ড্রাগ গ্রহণের কারণে মৃত্যু হতে পারে সেজ'এর৷ ইতিমধ্যে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে৷ তবে ময়নাতদন্তের ফলাফল পেতে অপেক্ষা করতে হবে দশ সপ্তাহের মতো৷
এআই / এসবি (রয়টার্স, এএফপি)