স্পিকারের সমঝোতার উদ্যোগে নীতিগতভাবে বিএনপি'র সায়
২৯ মে ২০১২
জাতীয় সংসদের বাজেট অধিবেশনের শুরুর দিন রবিবার স্পিকার আব্দুল হামিদ স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে সরকার ও বিরোধী দলের সংলাপে প্রয়োজনে উদ্যোগ নেয়ার কথা বলেন৷ তিনি নিজেই এব্যাপারে মধ্যস্থতা করার আগ্রহ দেখানো৷ বলেন, দুই দলের মধ্যে একটি সমঝোতা প্রয়োজন৷
এর জবাবে আজ ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, স্পিকার যদি সরকারের অনুমতি নিয়ে এই প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে তাঁরা স্পিকারের প্রস্তাবে সাড়া দেবেন৷ তবে তাঁকে নিশ্চিত করতে হবে, তিনি সরকারের ইঙ্গিতেই কাজ করছেন৷ আর তা হলে প্রয়োজনে তারা সংসদেও যাবেন৷
তবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, কোনভাবেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এড়িয়ে যাওয়ার উপায় নেই৷
অন্যদিকে ঢাকায় ভিন্ন এক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ডেড ইস্যু৷ আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে৷ আর সেই সরকারের প্রধান হবেন শেখ হাসিনা৷ তিনি বলেন, তবে আলোচনার দরজা সব সময়ই খোলা আছে৷ আর অন্তর্বর্তী সরকারে থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা৷ বাংলাদেশে অনির্বাচিত ব্যক্তিরা আর ক্ষমতায় যেতে পারবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন