স্মার্ট টুথব্রাশ চেনে কর্তার স্মার্টফোনকে
২৬ এপ্রিল ২০১৪স্মার্টফোনের সঙ্গে যুক্ত টুথব্রাশ৷ দাঁতের উপর বেশি চাপ দিলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এই ব্রাশ৷ দাঁত ব্রাশ করার সময়ই পাশাপাশি স্মার্টফোনে পড়া যাবে সংবাদ, পাওয়া যাবে আবহাওয়ার তথ্য৷ আগামী গ্রীষ্ম নাগাদ ব্লুটুথ-যুক্ত এমন টুথব্রাশ বাজারে আসবে৷ ব্রাউন কোম্পানির হান্সইয়র্গ রাইক: ‘‘দাঁত পরিষ্কারের সময় টুথব্রাশ এবং স্মার্টফোনের মধ্যে নীরবে সংযোগ তৈরি হয়৷ পুরো প্রক্রিয়াটি স্বয়ংসম্পূর্ণ৷ অর্থাৎ আপনি ব্রাশ চালু করার পর অ্যাপও চালু হবে এবং দাঁত ব্রাশের সময় স্বয়ংক্রিয়ভাবে সেটি কাজ করবে৷''
মোবাইল ফোন মেলায় নতুন ট্রেন্ড হিসেবে ছিল স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অ্যাপ্লিকেশন৷ যেমন একজন সাইকেল চালকের রক্তে চিনির পরিমাণ নিরবিচ্ছিন্নভাবে পরীক্ষা করা হচ্ছে৷ এ জন্য তাঁর হাতে লাগানো রয়েছে একটি বিশেষ সেন্সর, যা প্রতি দু'মিনিট পরপর চিনির পরিমাণ পরীক্ষা করে এবং ফলাফল স্বয়ংক্রিয়ভাবে অন্যত্র পাঠিয়ে দেয়৷ এই পণ্যটি স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ জিএসএমএ কানেক্টেড লিভিং-এর লাউরেন সারনো বলেন: ‘‘পৃথিবীর দশ শতাংশ মানুষের ডায়বেটিস রয়েছে৷ আমরা মনে করি এটা বিশাল বাজার এবং এ ধরনের পণ্য ব্যবহারের ট্রেন্ডও ক্রমশ বাড়ছে৷''
মোবাইল মেলায় ফিটনেস ঘড়িরও দেখা মিললো৷ হুয়াওয়াই-র তৈরি এই ঘড়ি ব্যবহার করে স্মার্টফোন পকেটে রেখেও ফোন কল গ্রহণ করা যাবে৷ স্যামসাং তা না পারলেও ঘড়িটির বাঁকানো রঙিন ডিসপ্লে বেশ দৃষ্টিনন্দন৷ আর ওজন মাত্র ২৭ গ্রাম৷ তবে ফিটনেস ঘড়ির দাম এখনো জানা যায়নি৷ স্যামসাং ইলেক্ট্রনিক্স-এর বারবারা গেল বললেন:
‘‘এটা আসলে হাতের কব্জিতে সব প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেবে৷ আপনি এই ঘড়িতে ‘ইনকামিং কল' গ্রহণ করতে পারবেন, ‘ম্যাসেজ' পড়তে পারবেন৷ আবার শরীরের হার্টবিট পরীক্ষা করে বুঝতে পারবেন বিশ্রামের প্রয়োজন আছে কিনা৷''
আসলে প্রযুক্তির ব্যবহার কোথায় থাকছে না! খেলোয়াড়দের পোশাকের কথাই ধরুন৷ এই বাস্কেটবল খেলোয়াড়দের জার্সির সঙ্গে সাধারন জার্সির পার্থক্য বোঝা কঠিন৷ অথচ এতে রয়েছে বিশেষ সেন্সর, যা খেলোয়াড়ের গতিপথ এবং পালস সম্পর্কিত তথ্য সাথে সাথে কোচের কাছে পাঠিয়ে দেয়৷ ‘ইন্টারন্যাশনাল সিটিজেন সায়েন্সেস'-এর গিলবার্ট রেভেইলন বললেন: ‘‘পোশাকে সেন্সর বসানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য৷ সেন্সরটি এমনভাবে বসাতে হবে যাতে তা খেলোয়াড়, রোগী কিংবা অ্যাথলিটকে অস্বস্তিতে না ফেলে৷''
এই প্রযুক্তির পেছনে ২০ মিলিয়ন ইউরো খরচ করছে এক ফরাসি কনসর্টিয়াম৷ ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে সেন্সরযুক্ত জার্সি, যার দাম হবে ১৫০ ইউরোর মতো৷
বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে৷