1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ের সংসদে তাণ্ডব

২ জুলাই ২০১৯

প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে চলমান বিক্ষোভে হংকংয়ের সংসদ ভবনে ব্যাপক ভাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা৷ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার কথা বলেছে চীন৷

https://p.dw.com/p/3LRdr
Hongkong China Protest Parlament Polizei
ছবি: Reuters/T. Peter

সোমবার রাতে ভাংচুর চালিয়ে লণ্ডভণ্ড করার পর সংসদ ভবনের দখল নেন আন্দোলনকারীরা৷ এরপর মঙ্গলবার সকালে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে ভবনের নিয়ন্ত্রণ নেয় পুলিশ৷

চীনের কাছে অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে জুন মাসে হংকংয়ে বিক্ষোভ শুরু হয়৷ কয়েক দফা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে৷

১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন হংকংকে চীনের কাছে হস্তান্তরের পর এবারের বিক্ষোভই সবচেয়ে বড়৷ প্রত্যর্পণ বিল স্থগিতের ঘোষণা হংকং কর্তৃপক্ষ দিলেও সেটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরা৷ একইসঙ্গে চলমান বিক্ষোভে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিও রয়েছে তাদের৷

এর মধ্যে সোমবার চীনের কাছে হংকংকে হস্তান্তরের ২২তম বার্ষিকীর দিন বিভিন্ন এলাকায় জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী৷ এদিন সকালে কাচের দরজা ভেঙে সংসদ ভবনে প্রবেশের চেষ্টা চালালে পুলিশ তাদের নিবৃত করে৷

এরপর রাতে সংসদ ভবনে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষোভকারীরা৷ কাচের দরজা ভেঙে সংসদের ভেতরে ঢুকে সংসদ নেতাদের প্রতিকৃতি ভাংচুর করে প্রধান দেয়ালে গণতন্ত্রের পক্ষে বিভিন্ন স্লোগান লিখে দেন তারা৷

ভবনের দরজা, জানালা ও আসবাবপত্রে ভাংচুর চালাতে দেখা যায় তাদের৷ দাঙ্গা পুলিশ শুরুতে বিক্ষোভকারীদের বাধা দিলেও পরে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ মঙ্গলবার রাত নয়টার দিকে সংসদের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয় বিক্ষোভকারীরা৷

সংসদ সদস্যদের ডেস্কের উপরে দাঁড়িয়ে লাফালাফি করতে দেখা যায় বিক্ষোভকারীদের৷ দেয়ালে লেখা স্লোগানে নির্বাচনের মাধ্যমে প্রধান নির্বাহী নির্ধারণ এবং প্রত্যর্পণ বিলের নিন্দা জানানো হয়৷

রাতে বেশ কয়েক ঘন্টা সংসদ ভবন দখলে রাখে বিক্ষোভকারীরা৷ মঙ্গলবার সকালে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে সেটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় পুলিশ৷

সংসদে তাণ্ডব চালানোর নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে হংকংয়ের মূল খণ্ড চীন৷ এ ধরনের চরম সহিংসতার নিন্দা জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম৷

এমবি/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য