হাইডেলব্যার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট
২৭ ডিসেম্বর ২০১১ইন্সটিটিউট প্রসঙ্গে তিনি বললেন, ‘‘দক্ষিণ এশিয়া ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় প্রায় ৫০ বছর আগে৷ অর্থাৎ, আগামী বছর আমরা এই ইন্সটিটিউটের ৫০ বছর পূর্তি পালন করবো৷ সেই উপলক্ষ্যে বিভিন্ন ধরণের উৎসবের আয়োজন করা হয়েছে৷ ৫০ বছর আগে বাডেন ভূর্টেমব্যার্গ রাজ্যের সঙ্গে দক্ষিণ এশিয়ার সম্পর্কের শুরু৷ বিশেষ করে ভারতবর্ষের সঙ্গে যোগাযোগের সূত্রপাত তখন থেকেই৷ সংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকগুলোও ছিল৷ তখন ঠিক করা হয়েছিল যে এখানেও ‘এশিয়া স্টাডিজ'-এর মডেলে একটি সংস্থা থাকা উচিত৷ বিশেষ করে যারা দক্ষিণ এশিয়া সম্পর্কে ভাল করে জানতে চায়, তারা সেখানে যেতে পারবে৷''
কোন বিষয়গুলো পড়ানো হয় দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটে? এ প্রশ্নের উত্তরে প্রফেসর হারডার জানান, ‘‘বংলার পাশে বেশ ভালো করে হিন্দিও পড়ানো হচ্ছে৷ উর্দু এবং তামিলও শেখানো হয় এখানে৷ এছাড়া রয়েছে সংস্কৃত৷ এগুলো আমাদের প্রধান কোর্স৷ এর পাশপাশি রয়েছে পালি এবং দারি৷ দারি আফগানিস্তানের ভাষা৷ এছাড়া, আমরা সিংহল ভাষাও শেখাচ্ছি৷''
এই ইন্সটিটিউটে শুধুমাত্র যে ভাষা শেখানো হয় - তা নয়৷ এখানে আরো অন্যান্য বিভাগ আছে৷ ইন্দোলজির বিভাগ পুরোপুরি ভাষাভিত্তিক৷ অবশ্য ইংরেজি এবং জার্মান ভাষার মাধ্যমে যে বিষয়গুলো শেখানো হয়, সেগুলো ভিন্ন৷ সেসব বিভাগের মধ্যে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, ভূগোল এবং অর্থনীতি উল্লেখযোগ্য৷ আর এই বিষয়গুলো পড়তে হলে দক্ষিণ এশিয়ার ভাষা যে শিখতেই হবে, তেমন কোনো নিয়ম নেই৷ হান্স হারডার'এর কথায়, ‘‘শিখলে ভালো, কিন্তু না শিখলেও কোনো সমস্যা নেই৷ তবে মূল বিষয় হলো, আমরা সকলেই এখানে দক্ষিণ এশিয়া নিয়ে কাজ করি৷ ''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ