1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাতে তৈরি ঘড়ির কদর আজও রয়েছে

৪ জুলাই ২০১৭

সস্তার ঘড়ির সম্ভারে যান্ত্রিক ঘড়ি যেন হারিয়ে যাচ্ছে৷ দক্ষ হাতে তিলে তিলে তৈরি করা উচ্চ মানের ঘড়ির আকর্ষণ কিন্তু আজও ফুরিয়ে যায়নি৷ জার্মানির এমন এক প্রস্তুতকারক পরবর্তী প্রজন্মের হাতে সেই ক্ষমতা তুলে দিচ্ছে৷

https://p.dw.com/p/2frGz
Frau Rote Haare Uhr
ছবি: Fotolia/Masson

ঘড়ি সত্যি বিস্ময়কর এক যন্ত্র৷ কখনো তাদের আয়ু মালিকদের থেকেও বেশি৷ এর সৃষ্টিকর্তারা তাদের মাস্টারপিসের মধ্যে এমনকি কিছু মানবিক চরিত্রও ভরে দিয়েছেন৷ ঘড়ি প্রস্তুতকারক হিসেবে অলিভার  মাৎসডর্ফ মনে করেন, যান্ত্রিক ঘড়ি আসলে জীবন্ত সত্তা, অস্থিরতার সঞ্চালন, হৃৎস্পন্দনের মতো৷

লাঙে অ্যান্ড সান্স কোম্পানিতে চিরায়ত পদ্ধতিতে হাতে করে যান্ত্রিক ঘড়ি তৈরি হয়৷ শিক্ষানবিশ রিশার্ড স্টেফান বলেন, ‘‘শুরুতে অনেকে সাহস পায় না, কারণ তারা এর মূল্য জানে৷ তার পেছনে কতটা পরিশ্রম রয়েছে, সেটাও হয়ত জানে৷ সেই অনুভূতি কেটে গেলে ধীরে ধীরে স্পর্শ করে৷''

অলিভার  মাৎসডর্ফ বলেন, শুরুতে সবাই সতর্ক থাকে৷ মনে করে, একেবারে না ছোঁয়াই ভালো৷ মনের জোরে ঘড়ি তৈরি করার বাসনা জাগে৷''

রিশার্ড স্টেফান তৃতীয় প্রজন্মের ঘড়ি প্রস্তুতকারক হতে প্রশিক্ষণ নিচ্ছেন৷ উচ্চ মানের একটি ঘড়ি তৈরি করতে শিক্ষানবিশদের অনেক বছরের প্রস্তুতি লাগে৷ তাদের কাছে প্রত্যাশার মাত্রা দিনে দিনে বেড়ে যায়৷ রিশার্ড বলেন, ‘‘শুরুতে স্ক্রু ড্রাইভার পিছলে গেলে অথবা হাত ফসকে কিছু মেঝেতে পড়ে গেলেও কিছু এসে যেত না৷ দ্রুত সে সব খুঁজে পাওয়া যেত৷ এখন খুঁজতে অনেক সময় লাগে৷ অনেক হারানো জিনিস খুঁজে পাওয়া যায়নি৷''

প্রত্যেক ঘড়ির মধ্যে প্রায় ১,০০০ যন্ত্রাংশ থাকে৷ সেই ঘড়ি প্রায় একই সংখ্যক মানুষের হাতবদল হয়৷ অলিভার মাৎসডর্ফ বলেন, ‘‘এগুলি অতি সূক্ষ্ম যন্ত্রাংশ৷ প্রত্যেকটি সামনে অথবা পিছনে কোনো না কোনো কাজ করা হয়েছে৷ ক্রেতারা প্রায়ই তা দেখতে পান না৷ কিন্তু আমরা তাদের সেই প্রতিশ্রুতি দেই এবং নতুন ঘড়ি প্রস্তুতকারককেও এখানে সেটা অনুভব করতে পারেন৷ বিশেষ কিছু করার অনুভূতি থাকতে হবে৷''

রুপোর ক্ষুদ্র অংশগুলি পালিশ করতে হয়৷ ১৬৫ বছর ধরে এই প্রতিষ্ঠান প্রতিটি যন্ত্রাংশের ক্ষেত্রে উচ্চ মান বজায় রেখে চলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এর গ্যারেন্টি হিসেবে প্রত্যেক ঘড়ির মধ্যে প্রস্তুতকারকের ব্যক্তিগত স্বাক্ষর শোভা পাচ্ছে৷ রিশার্ড জানেন, শুধুমাত্র সেরা শিক্ষানবিশরাই কোনোদিন মাস্টার ওয়াচমেকার হয়ে উঠতে পারেন৷ অলিভার  মাৎসডর্ফ বলেন, ‘‘শুরুর দিকে একটা ভয় কাজ করে৷ একদিকে সেটা থাকলে ভালো৷ প্রত্যেক ঘড়ি প্রস্তুতকারকের ধীরে ধীরে ভয় কমতে থাকে৷ কিন্তু ঘড়ির প্রতি শ্রদ্ধাবোধ লোপ পেলে চলবে না৷ কারণ সেই শ্রদ্ধা লোপ পেলে আমার মনে হয় মানও লোপ পাবে৷''

আজকের দিনে সহজ কোয়ারৎস ঘড়ি যান্ত্রিক ঘড়ির জায়গা নিতে পারে৷ তা সত্ত্বেও হাতের কাজের কদর এখনো রয়েছে৷ বড় আকারে তৈরি পণ্যের বিরুদ্ধে একটা বিদ্রোহের মনোভাবও কাজ করছে৷ অলিভার  মাৎসডর্ফ বলেন, ‘‘এই ঘড়ির নিজস্ব এক চরিত্র রয়েছে৷ প্রত্যেকটি ঘড়িই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে৷''

এমন সব ঘড়ি বহুকাল ধরেই সংগ্রাহকদের প্রিয়৷ সময়ের সঙ্গে সঙ্গে সেগুলির মূল্যও বেড়ে যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য