1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারিকেন ইডার দাপট, বিদ্যুৎ নেই নিউ অর্লিন্সে

৩০ আগস্ট ২০২১

রোববার অ্যামেরিকার নিউ অর্লিন্সের উপর আছড়ে পড়ে হারিকেন ইডা। ঝড়ের তাণ্ডবে এখনো পর্যন্ত মৃত এক।

https://p.dw.com/p/3zf9h
হারিকেন
ছবি: Steve Helber/AP/picture alliance

হারিকেন ইডার দাপটে নিষ্প্রদীপ নিউ অর্লিন্স। রোববার ঝড়ের পর থেকে আর আলো আসেনি। বহু বাড়ি তছনছ হয়ে গেছে। চাল উড়ে গেছে হাসপাতালের। মার্কিন প্রশাসন জানিয়েছে, এখনো পর্যন্ত ঝড়ে একজন ব্যক্তির মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।

ঝড়ের তাণ্ডব

রোববার ঝড়ের তাণ্ডবে কার্যত তছনছ হয়ে যায় লুইজিয়ানা। নিউ অর্লিন্সে এক সময় ঝড়ের গতিবেগ ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছাড়িয়ে যায়। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে বিদ্যুতের ট্রান্সমিশন লাইন। রান্নার গ্যাসের সাপ্লাইও বন্ধ করে দেওয়া হয়। সোমবার ভোর পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা করা যায়নি। তবে জেনারেটরের সাহায্যে জরুরি পরিষেবা ক্ষেত্রগুলিতে আলো দেওয়া হচ্ছে।

মিয়ামির জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের ফলে লুইজিয়ানার বহু জায়গায় ফ্লাশ ফ্লাড হয়েছে। জলোচ্ছ্বাসও হয়েছে সমুদ্রে। আবহাওয়া অফিস জানিয়েছে, প্রায় ২০০ কিলোমিটার বেগে স্থলভাগ ছোঁয়ার পরে ক্রমশ ঝড়ের গতি কমেছে। ঝড় স্থলভাগে ঢোকার প্রায় ১২ ঘণ্টা পরেও বাতাসের তেজ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছিল।

এদিনের ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে নিউ অর্লিন্সের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ঐতিহাসিক ফরাসি স্থাপত্যের বহু ক্ষতি হয়েছে। চাল উড়ে গেছে সরকারি হাসপাতালের। তারই মধ্যে আবহাওয়া দফতর ফ্লাশ ফ্লাডের সংকেত দিয়ে রেখেছে। ফলে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে বলে মনে করা হচ্ছে।

বাইডেনের বক্তব্য

প্রশাসন জানিয়েছে, ঝড়ের জেরে লুইজিয়ানায় প্রায় ১০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। পরিস্থিতি বুঝতে ওয়াশিংটনে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির সদর দফতরে রোববার বৈঠক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঝড়-উপদ্রুত এলাকায় সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। উপদ্রুত অঞ্চলে যা প্রয়োজন, তার সমস্ত ব্যবস্থাই প্রশাসন করবে বলে প্রেসিডেন্ট জানিয়েছেন।

এসজি/জিএইচ (এপি, রয়টার্স, এএফপি)