1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসনাত, তাহমিদ এখন কোথায়?

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ আগস্ট ২০১৬

গুলশান হামলার পর আটক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও ক্যানাডার এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ খান আইন-শৃঙ্খলা বাহিনীর নাগালের মধ্যে আছেন বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷

https://p.dw.com/p/1JaKU
Bangladesch IS-Anschlag in Dhaka
২ জুলাই সকালে গুলশানে অভিযান শুরুর আগের প্রস্তুতিছবি: picture-alliance/AP Photo

ঐ ঘটনার তদন্তকারী সংস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম' ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, ‘‘হাসনাত করিম ও তাহমিদকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে৷ আমরা তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছি৷'' আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তাঁরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাগালের মধ্যেই আছেন, প্রয়োজনে তাঁদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে৷''

মনিরুল ইসলাম আরো দাবি করেন, ‘‘হয়তো যে-কোনো কারণে তাঁরা বাসায় অবস্থান না করে অন্য জায়গায় অবস্থান করছেন৷ তাঁরা কোথায় আছেন, এটা মোটামুটি আমাদের ধারণায় রয়েছে৷ আমাদের ওয়াচের মধ্যেই আছে, সার্ভিলেন্সের ভেতরেই রয়েছে৷ আমরা চাইলে তাঁদের পাব৷''

এই ব্যাপারে হাসনাত ও তাহমিদের পরিবারের সঙ্গে ডয়চে ভেলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি৷ এর আগে দুই পরিবারের পক্ষ থেকেই দাবি করা হয়েছিল যে, হাসনাত ও তাহমিদ কোথায় আছেন তা তাঁরা জানেননা৷

এদিকে পুলিশের আইজি একেএম শহীদুল হক মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘হাসনাত করিম পুলিশের নলেজে আছেন৷ প্রয়োজন পড়লে যে-কোনো সময় তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হবে৷''

তবে এর আগে সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার(মিডিয়া) মাসুদুর রহমান ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘আমরা তাঁদের দু'জনকেই জিজ্ঞাসাবাদ করেছি৷ কিন্তু এখন তাঁরা আর পুলিশের কাছে নেই৷ তাঁদের ছেড়ে দেয়া হয়েছে৷ এখন তাঁরা কোথায় আছে তা আমাদের জানা নাই৷''

হাসনাত করিমের পরিবার গত মাসের মাঝামাঝিতে জানায়, ‘‘জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর গত ২ জুলাই রাতে তাঁর সঙ্গে তাঁদের দেখা হয়৷ এরপর আর দেখা হয়নি৷'' পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাসনাত তাঁদের হেফাজতে নেই৷ তখন একই ধরণের কথা বলা হয় তাহমিদের পরিবারের পক্ষ থেকেও৷

১ জুলাই অভিযান শুরুর আগে হাসনাত করিমকে সপরিবারে এবং তাহমিদকে গুলশানে হলি আর্টিজান বেকারির জিম্মিদশা থেকে ছেড়ে দেয় হামলাকারীরা৷ তাহমিদ আফতাব বহুমুখী ফার্মস-এর এমডি ফজলে রহিম শাহরিয়ারের ছেলে৷ হলি আর্টিজানের পাশে বসবাসরত এক কোরিয়ান নাগরিকের ধারণ করা ভিডিওতে তাঁদের মুক্তি দেয়ার দৃশ্য দেখা গেছে৷

দুই শীর্ষ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

গুলশান ও শোলাকিয়া হামলার ‘মাস্টারমাইন্ড' তামিম চৌধুরী এবং সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর সৈয়দ মো. জিয়াউল হককে ধরিয়ে দিতে প্রত্যেকের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদরদপ্তর৷ পুলিশের আইজি একেএম শহীদুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন৷

আইজিপি জানান, ‘‘সাবেক (মূল) জেএমবি গুলশান ও শোলাকিয়ার হামলায় জড়িত ছিল না৷ মেজর জিয়া ও তামিম চৌধুরীর নেতৃত্বে জেএমবির একটি নতুন ভার্সন এই হামলা চালিয়েছে৷ তারাই এই হামলার মাস্টারমাইন্ড৷ এ হামলাগুলো ওই দুজনের নির্দেশনায় হয়েছে৷''

প্রিয় পাঠক, আপনার কিছু বলার থাকলে নীচে মন্তব্যের ঘরে জানাতে পারেন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য