1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সম্ভাব্য বোমাবাজির খবর ছিল’

২২ ফেব্রুয়ারি ২০১৩

বৃহস্পতিবার দু’টি সাইকেল বোমায় ভারতের হায়দ্রাবাদ শহরে ১৬ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার কথা সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং৷

https://p.dw.com/p/17k19
Police examine the site of an explosion at Dilsukh Nagar in the southern Indian city of Hyderabad February 21, 2013. Two bombs placed on bicycles exploded in a crowded market-place in Hyderabad on Thursday, and the federal home minister said at least 11 people were killed and 50 wounded. REUTERS/Krishnendu Halder (INDIA - Tags: CIVIL UNREST DISASTER)
ছবি: Reuters

ভারতীয় মুজাহেদিন জঙ্গি গোষ্ঠীর দু'জন সদস্য নাকি গত অক্টোবরেই পুলিশি জেরায় এই সম্ভাব্য আক্রমণের কথা বলেছিল৷

দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তব, যিনি সন্ত্রাস প্রতিরোধী অভিযানের দায়িত্বে, তিনি এএফপি সংবাদ সংস্থাকে বলেছেন যে, পুলিশ গত অক্টোবরে দু'জন জঙ্গিকে জেরা করে, যারা বলে যে তারা দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদ এবং পুণে'তে সম্ভাব্য আক্রমণের বিভিন্ন জায়গার খোঁজে ছিল৷ তারা যে সব জায়গার নাম করে, তাদের মধ্যে দিলখুশ নগরও ছিল বলে শ্রীবাস্তব জানান৷

A policeman asks for a TV cameraman to leave the site of an explosion at Dilsukh Nagarm, in the southern Indian city of Hyderabad February 21, 2013. Two bombs placed on bicycles exploded in a crowded market-place in Hyderabad on Thursday, and the federal home minister said at least 11 people were killed and 50 wounded. REUTERS/Krishnendu Halder (INDIA - Tags: CIVIL UNREST MEDIA)
বৃহস্পতিবার রাত্রে হায়দ্রাবাদের ঠিক দিলখুশ নগর এলাকাতেই একটি সিনেমা হলের সামনে ও একটি বাস স্ট্যান্ডে প্রায় যুগপৎ বোমা দু'টি ফাটেছবি: Reuters

বৃহস্পতিবার রাত্রে হায়দ্রাবাদের ঠিক দিলখুশ নগর এলাকাতেই একটি সিনেমা হলের সামনে ও একটি বাস স্ট্যান্ডে প্রায় যুগপৎ বোমা দু'টি ফাটে৷ এটা ছিল ২০১১ সাল যাবৎ ভারতে সর্বাধিক রক্তক্ষয়ী সন্ত্রাসী আক্রমণ৷ কোনো দল কি গোষ্ঠী এই আক্রমণের জন্য নিজেদের দায়ী বলে ঘোষণা না করলেও, গণমাধ্যমে ভারতীয় মুজাহেদিন জঙ্গি গোষ্ঠীকেই দায়ী করা হচ্ছে৷

দিল্লির পুলিশ কমিশনার শ্রীবাস্তবের বক্তব্যের পরোক্ষ স্বীকৃতি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্দে'র মন্তব্যকে দেখা চলতে পারে৷ শিন্দে ঘটনার অকুস্থলে দাঁড়িয়েই বলেছেন, সম্ভাব্য আক্রমণের খবর থাকলেও, ‘‘তা খুব বিশদ ছিল না৷''

বিরোধীরা গুপ্তচর বিভাগের এই ব্যর্থতাকে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের ব্যর্থতা হিসেবে তুলে ধরছে৷ মুখ্য বিরোধী দল বিজেপি'র সংসদীয় নেতা সুষমা স্বরাজ বলেছেন, ‘‘হায়দ্রাবাদের মতো কোনো ঘটনা ঘটলেই আমাদের বলা হয়, এটা গুপ্তচর বিভাগের ব্যর্থতা৷ প্রত্যেকবারই এ ধরণের ব্যর্থতা ঘটে কেন?''

আততায়ীদের অনুসন্ধানের প্রচেষ্টা প্রথমেই একটা ধাক্কা খায় যখন তদন্তকারীরা দেখেন, অকুস্থলের কাছে ক্লোজ্ড সারকিট টেলিভিশনের তারগুলি আগে থেকেই কেটে দেওয়া হয়েছে৷ নিহতদের মধ্যে তিনজন কলেজের ছাত্র ছিল, বলে পুলিশ জানিয়েছে৷ ওদিকে হায়দ্রাবাদ শহর দেশের আইটি শিল্পের একটি কেন্দ্রবিন্দু বলে পরিচিত – গুগল এবং মাইক্রোসফট-এর এখানে কার্যালয় আছে৷

পাকিস্তান হায়দ্রাবাদের সন্ত্রাসী আক্রমণের নিন্দা জানিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র হায়দ্রাবাদের ‘‘কাপুরুষোচিত আক্রমণের'' অনুরূপ তীব্র নিন্দা করেছে৷ অপরদিকে আগামী দোসরা মার্চ হায়দ্রাবাদে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট টেস্ট এই সন্ত্রাসী আক্রমণ সত্ত্বেও অনুষ্ঠিত হবে বলে প্রকাশ৷

এসি / এসবি (এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য