1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাঈদীর বিচার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ মার্চ ২০১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক মনে করেন, হুমকি এবং প্রলোভনের কারণে অনেক সাক্ষীই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারছেননা৷

https://p.dw.com/p/17nvq
ছবি: AP

ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ২০ অভিযোগের ৮টি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে৷ বাকি ১২টি অভিযোগ কেন প্রমাণ করা যায়নি – এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা সানাউল হক ডয়চে ভেলেকে জানান, ভয় ভীতি আর প্রলোভনের কারণে বেশ কিছু সাক্ষীকে আদালতে হাজির করা যায়নি৷ আসামি পক্ষ অর্থ আর ক্ষমতা নিয়ে সক্রিয় আছে শুরু থেকেই৷

তিনি জানান, তারপরও তাঁরা যাদের হাজির করতে পেরেছেন, তাঁরা অপরাধ প্রমাণে যথেষ্ট৷ তাঁর মতে, গোলাম আযম, মুজাহিদ, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আব্দুল আলীমসহ যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচার চলছে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে৷ আর কাদের মোল্লারও আপিলে সর্বোচ্চ শাস্তি হবে বলে মনে করেন তিনি৷ সানাউল আরও হক জানান, তাঁদের কাছে এখন যুদ্ধাপরাধের ৬০০ অভিযোগ আছে৷ শিগগিরই সেগুলোর তদন্ত শুরু হবে৷

এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ার প্রতিবাদে সারাদেশে রবি ও সোমবার টানা ৪৮ ঘন্টার হরতাল দিয়েছে জামায়াতে ইসলামী৷ আর রায়ের পরপরই দেশের বিভিন্ন স্থানে হিংসা ছড়িয়ে পরে৷ বৃহস্পতিবার রাত পর্যন্ত সহিংসতায় দেশের বিভিন্ন এলাকায় পুলিশসহ ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য