হ্যাকারদের মুক্তিপণ দিচ্ছে শহর কর্তৃপক্ষ
২২ জুন ২০১৯এভাবে কর্তৃপক্ষের সব তথ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন হ্যাকাররা৷ এছাড়া ইমেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সরকারি কর্মীদের চেকের মাধ্যমে বেতন দিতে হয়েছে৷
প্রায় ৩৫ হাজার নাগরিককে সরকারি সেবা দেয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ায় বিষয়টির একটি সমাধান খুঁজছিল শহর কর্তৃপক্ষ৷ এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সম্প্রতি হ্যাকারদের পাঁচ কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
এ ব্যাপারে শহরের মুখপাত্র রোজ অ্যানি ব্রাউন বলেন, নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী মুক্তিপণের টাকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে এরপরও যে সব তথ্য ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়, তা স্বীকার করেছেন তিনি৷ বিটকয়েনের মাধ্যমে এই অর্থ দেয়া হবে বলে জানান ব্রাউন৷
এদিকে, হ্যাকিংয়ের শিকার হওয়ার পরই নতুন কম্পিউটার কেনার জন্য প্রায় আট কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে শহর কর্তৃপক্ষ৷
ব়্যানসামওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনা দিন দিন বাড়ছে৷
এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গতবছর ১,৪৯৩টি ব়্যানসামওয়্যার হামলার ঘটনা ঘটে৷ এসব ঘটনায় ভুক্তভোগীরা প্রায় ৩০ কোটি টাকা দিতে বাধ্য হয়েছেন৷
এছাড়া যুক্তরাষ্ট্র সরকার প্রায় দুইশ'টি হামলা চালানোর জন্য গতবছর দুই জন ইরানি নাগরিককে অভিযুক্ত করে৷ তবে এখনও তাঁদের ধরা যায়নি৷ ইতিমধ্যে তাঁরা প্রায় ৫০ কোটি টাকা সংগ্রহ করেছেন বলে ধারনা করা হয়৷
জেডএইচ/কেএম (এপি)