২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু
২২ মে ২০২০শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৭ টি পরীক্ষাগারে নয় হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তার মধ্যে এক হাজার ৬৯৪ জনের সংক্রমণ শনাক্ত করা হয়েছে৷ মোট আক্রান্ত ৩০ হাজার ২০৫ জন৷
নতুন ২৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে কোভিড-১৯ এ মোট প্রাণ হারালেন ৪৩২ জন৷
সবশেষ সুস্থ হয়েছেন ৫৮৮ জন৷ সবমিলিয়ে এখন পর্যন্ত ছয় হাজার ১৯০ জন সুস্থ হয়েছেন৷
‘গ্রামে যাবেন না’
সরকার ব্যক্তিগত যানে ঈদ যাত্রায় ছাড় দিলেও সবাইকে যার যার অবস্থানে থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷ ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘‘যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন৷ শহর ছেড়ে গ্রামের দিকে যাবেন না৷ যেই প্রিয় আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আপনি শহর ছেড়ে গ্রামের দিকে যেতে চাচ্ছেন আপনার কারণে আপনার সেই প্রিয়জন (যেন) ঝুঁকিতে না পড়ে৷’’
সবার প্রতি তাঁর আহবান, ‘‘অনুগ্রহ করে আপনারা সহযোগিতা করুন৷ সরকারের সকল নির্দেশনা মেনে চলুন৷ নিজে সুস্থ থাকুন, প্রিয়জনকে সুস্থ রাখুন৷’’
উল্লেখ্য গণপরিবহন বন্ধ রাখলেও ব্যক্তিগত বাহনে ঈদ যাত্রায় সরকার ছাড় দিয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৷ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‘জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির’ একজন সদস্যও৷
এর আগে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সবাইকে যার যার অবস্থানে থেকে ঈদ পালনের নির্দেশনা দেয়া হয়েছিল৷ ১৪ মে সবশেষ ছুটির আদেশে বলা হয়েছিল, ‘‘সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞার মধ্যে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবে না৷
‘‘উক্ত সময়ে সড়কপথে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল এবং অভ্যান্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে এবং মহাসড়কে মালবাহী/জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ব্যতীত অন্যান্য যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে৷’’ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ৩০ মে পর্যন্ত গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞার কথা জানানো হয়৷
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)