ইইউ বাজেট
৯ ফেব্রুয়ারি ২০১৩‘এটা হয়ত কারোরই মনের মতো বাজেট নয়, তবে সবার জন্যই কিছু কিছু আছে,'' বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হ্যার্মান ফান রম্পয়৷ ‘‘এই আপোসে ইইউ নেতৃবর্গের যৌথ দায়িত্বের মনোভাব প্রকাশ পেয়েছে৷''
ইউরোপীয় ইউনিয়নের বাজেটকে আবার বাজেট না বলে মাল্টি-অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক বা বহু-বাৎসরিক আর্থিক কাঠামো, সংক্ষেপে এমএফএফ বলা হয়৷ এটা নির্ধারণ করা অতীতেও মুশকিল ছিল৷ এবার ছিল অতিশয় মুশকিল৷
তার নানা কারণ ছিল৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁর নিজের রক্ষণশীল দলের ইউরো-নিন্দুকদের খুশি করার জন্য প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে, এবার তিনি কোনোমতেই ঐ বাজেট বাড়তে দেবেন না৷ আর অনুদানের ক্ষেত্রে ব্রিটেন যে রিবেট বা ছাড় পেয়ে থাকে, তারও কোনো নড়চড় হবে না৷
জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সরাসরি বাজেট কমানোর সপক্ষে না হলেও, জার্মানির প্রদেয় অনুদানটা যাতে না বাড়ে, সেটা নিশ্চিত করতে চেয়েছিলেন – কিন্তু পুরোপুরি সফল হননি৷ ওদিকে ফ্রান্সের নতুন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী ফ্রঁসোয়া ওলঁদ একাধারে জাতীয় স্বার্থ এবং দক্ষিণ ইউরোপের সংকটপীড়িত দেশগুলির স্বার্থরক্ষা করতে চেয়েছিলেন৷ তাঁর দাবি ছিল, কৃষিক্ষেত্রে ভর্তুকি কমালে চলবে না৷ অন্যদিকে প্রবৃদ্ধির জন্য আর্থিক প্রেরণার ব্যবস্থা করতে হবে৷
বাজেট কমানো, অন্তত না বাড়ানো নিয়ে তকরারে একদিকে ছিল ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেন – অন্যদিকে ফ্রান্স ও ইটালি৷ সুতরায় ব্রিটেন এই শীর্ষবৈঠকে একঘরে হয়ে থাকবে, এই ভবিষ্যদ্বাণীটা ভুল প্রমাণিত হয়েছে৷ ক্যামেরন তো প্রায় নির্লজ্জভাবে নিজেকে বিজয়ী হিসেবেই পরিবেশন করেছেন: তিনি যা যা লক্ষ্য নিয়ে ব্রাসেলসে এসেছিলেন, তার সব কটিই নাকি পূর্ণ হয়েছে৷
বাজেট কমছে তিন শতাংশ, কৃষি ভর্তুকিও কিছুটা কমানো হচ্ছে এবং প্রবৃদ্ধি তহবিলেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ কাজেই সকলের জন্যই কিছু না কিছু আছে, রম্পয় যেমন বলেছিলেন৷ মুশকিল এই যে, ইউরোপীয় সংসদের প্রায় কোনো দলই ইউরোপীয় পরিষদের এই আপোসে সন্তুষ্ট নয়৷ এমনকি এই বাজেট সংসদে প্রথমবার পেশ হবার সময়েই প্রত্যাখ্যাত হতে পারে, এমন হুমকিও শোনা যাচ্ছে৷ ওদিকে এই প্রথমবার বাজেট পাস করাতে সংসদের অনুমোদন দরকার৷ রক্ষণশীল, সমাজতন্ত্রী, উদারপন্থি ও সবুজ, এই চার সংসদীয় গোষ্ঠীর প্রধানেরা বলে দিয়েছেন, তাঁরা এই আপোস মানবেন না৷
সব মিলিয়ে আগামী সাত বছরের বাজেট দাঁড়িয়েছে ৯৬০ বিলিয়ন ইউরোয়, অর্থাৎ এক ট্রিলিয়নের অঙ্ক ছোঁয়নি, বরং যা ভাবা গেছিল তার চেয়ে ৩৪ বিলিয়ন ইউরো কম হয়েছে৷ এখন দেখা যাচ্ছে সরকারি পক্ষে জার্মানির ম্যার্কেল, ফ্রান্সের ওলঁদ, ইটালির মারিও মন্টি কি স্পেনের মারিয়ানো রাখয়, সবাই খুশি৷
পরবর্তী ঝগড়া-কাজিয়া অবধি, ইইউ'এর যা রীতি৷
এসি/এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)