৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ কিনল মাইক্রোসফট!
১১ মে ২০১১বিশ্বজুড়ে স্কাইপ এর ব্যবহারকারী মোটামুটি ৭০ কোটির মত৷ কি, আপনি এই ব্যবহারকারীর দলে নেই? তাহলে শুনুন, স্কাইপ হচ্ছে ইন্টারনেট ফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠান৷ এটি ব্যবহার করা যায় কম্পিউটার, নোটবুক, মুঠোফোনে৷ এরপর চাইলে চ্যাট করা সম্ভব, পিসি টু পিসি ফোন এমনকি ক্ষেত্রবিশেষে বিনা খরচায় ফোন টু ফোন কল করাও সম্ভব৷ স্কাইপ এর সবচেয়ে বড় গুন হচ্ছে, অডিও বা ভিডিও চ্যাটের ক্ষেত্রে এটির মান বেশ ভাল৷
সেই স্কাইপকে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলারে কেনার খবরে অনেকেই অবাক হয়েছেন৷ কেননা, এই ক্রয়মূল্য অন্যান্য আগ্রহী প্রতিষ্ঠানের চেয়ে আড়াই গুণ বেশি৷ এই বিশাল বিনিয়োগের পেছনে মাইক্রোসফটের হেতু কী? এমন প্রশ্নের উত্তরে বলতে হয়, স্কাইপের প্রায় ৭০ কোটি ব্যবহারকারীকে মাইক্রোসফটের অন্যান্য পণ্য সম্পর্কে জানানোর সুযোগ পাবে প্রতিষ্ঠানটি৷ ইন্টারনেট জগতে সহজে এবং বিনা খরচায় ভয়েস এবং ভিডিও চ্যাটের ক্ষেত্রে পুরোধা স্কাইপ৷ সেটিকে সঙ্গে পেলে মাইক্রোসফটের সুনামও বাড়বে৷ মোটের ওপর, স্মার্টফোনের জগতে আধিপত্য বিস্তার সহজ হবে মাইক্রোসফটের জন্য৷ কেননা, স্কাইপ এর মুঠোফোন সংস্করণ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে৷
তবে, স্কাইপকে পুরোপুরি আয়ত্তে আনতে মাইক্রোসফটকে খানিকটা খাটতেও হবে৷ বিশেষ করে, স্কাইপের মুঠোফোন সংস্করণ জনপ্রিয় হলেও অনেক টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এটিকে পছন্দ করেনা৷ কারণ, স্কাইপ ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে মুঠোফোন টু মুঠোফোন কল করার সুযোগ দেয়৷ যা টেলিকম সেবাদাতাদের মুনাফায় বিরূপ প্রভাব ফেলছে৷ তাই, মার্কিন এবং ইউরোপের কয়েকটি সেবাদাতা স্কাইপের এই কল সুবিধাকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে৷ এখন, মাইক্রোসফটের কাজ হবে টেলিকম সেবাদাতাদের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো, যাতে মুঠোফোনে স্কাইপ ব্যবহারে প্রতিবন্ধকতা দূর হয়৷
আরেকটি সমস্যা স্কাইপ এর ডেস্কটপ সংস্করণের ইন্টারফেস৷ এটিতে, বেশকিছু বিজ্ঞাপন রয়েছে যা সাধারণ ব্যবহারকারীদের বিরক্ত করে৷ এসব বিজ্ঞাপন সরানোও কঠিন৷ একটাই উপায়, সেটি হচ্ছে স্কাইপ এর কম্প্যাক্ট সংস্করণ ব্যবহার করা৷ অথচ এটির প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে গুগল টক এর ক্ষেত্রে এধরনের উপদ্রব নেই৷ তাই, প্রতিযোগিতায় টিকে থাকতে চাইলে স্কাইপ এর ইন্টারফেস নতুন করে সাজাতে হবে৷ সেই দায়িত্বটাও এখন মাইক্রোসফটের৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন