৯ মামলায় ফখরুলের জামিন, রইলো বাকি দুই
১০ জানুয়ারি ২০২৪ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে তা জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল৷ এর আগে, স্থানীয় সময় দুপুরে জামিন আবেদনের শুনানি শেষ হলেও বিচারক আদেশ পরে দেওয়া হবে বলে জানান৷ মঙ্গলবার এসব মামলায় একই আদালতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল৷ এরমধ্যে ছয়টি মামলা পল্টন থানায় ও তিনটি রমনা থানায় দায়ের করা হয়৷ মামলার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়৷
গত ২৯ অক্টোবর দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তিনি বন্দি রয়েছেন৷ পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন ও রমনা থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলা করা হয়েছিল৷
এদিকে দৈনিক প্রথম আলোকে মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান বলেছেন, নয়টিতে জামিন পেলেও আরেকটি মামলায় আজ হাইকোর্টে তার জামিন আবেদন নাকচ হয়েছে৷ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায় আছে আরো একটি মামলা৷ এ দুটি মামলায় জামিন পেলে বিএনপি মহাসচিব কারামুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷
উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় সহিংসতার ঘটনা ঘটে৷ মৃত্যু হয় একজন পুলিশ সদস্যের৷ এজন্য সরকার বিএনপি নেতাকর্মীদের দায়ী করে আসছে৷ তবে সহিংসতার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন বিএনপি নেতারা৷
এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার)