1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

আগস্টে ক্ষমতা ছাড়ছেন শাহবাজ শরীফ

১৭ জুলাই ২০২৩

ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হচ্ছে। তাই রীতি মেনে আগস্টে তদারকি সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেবেন শরীফ।

https://p.dw.com/p/4Tykg
অগাস্টেই তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন শাহবাজ শরীফ।
অগাস্টেই তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন শাহবাজ শরীফ। ছবি: National Assembly of Pakistan/AP/picture alliance

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়ে দিলেন, তিনি রীতি মেনে চলবেন। অগাস্টেই তিনি তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন। এরপর পাকিস্তানে নির্বাচন হবে।

সংবাদপত্র দ্য ডন জানাচ্ছে, ন্যাশনাল অ্যাসেম্বলির মেয়াদ শেষ হচ্ছে ১২ অগাস্ট। শাহবাজ শরীফ ইঙ্গিত দিয়েছেন, হয়ত তার আগেই ক্ষমতা হস্তান্তর হতে পারে। শিয়ালকোটে একটি জনসভায় শরীফ বলেছেন, ''আগামী মাসে  আমাদের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ হচ্ছে। সম্ভবত একটু আগেই আমরা তদারকি সরকারের হাতে ক্ষমতা তুলে দেব। আর নির্বাচনে জিততে পারলে নওয়াজ শরীফের নেতৃত্বে পাকিস্তানে নবযুগ আনব।''

শরীফ বলেছেন, ''ইমরান খানের পিটিআই সরকার চার বছর ধরে কী কাজ করেছে এবং তারা এক বছরে কী করেছেন, তা বিচার করেই যেন ভোটদাতারা ভোট দেন।'' 

শরীফের দাবি, তার দাদা নওয়াজ শরীফ পাকিস্তানে লোডশেডিং সমস্যার সমাধান করেছেন। যুবকদের ল্যাপটপ দিয়েছেন, ঋণ দিয়েছেন, চীন-পাকিস্তান ইকনমিক করিডোরকে বাস্তবায়িত করেছেন। তিনি যোগ্য রাষ্ট্রনেতা। তা সত্ত্বেও তাকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে।

ইমরান খানের সমালোচনা করে শাহবাজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন। তিনি সমানে প্রতিহিংসার রাজনীতিকে হাতিয়ার করেছেন।

ইমরানের হুমকি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দিয়ে বলেছেন, তার দল পিটিআই-কে সরকার যদি নিষিদ্ধ করে, তাহলে তিনি নতুন দল গঠন করবেন এবং নির্বাচনে জিতবেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, পিটিআই-কে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে। তারপরই শনিবার ইমরান এই মন্তব্য করেছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স, ডন)