1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি সফরে ওবামা

Sanjiv Burman১৯ জুন ২০১৩

বারাক ওবামা এখন জার্মানিতে৷ সফরটা ছোট হলেও বড় একটি কাজ শুরুর প্রত্যয় জানাতে পারেন তিনি৷ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বার্লিনের ভাষণে রাশিয়ার সঙ্গে আণবিক অস্ত্র আরো কমানোর পরিকল্পনা প্রকাশ করবেন ওবামা৷

https://p.dw.com/p/18so6
ছবি: Reuters

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এই প্রথম এলেন বার্লিন সফরে৷ বুধবার, প্রথমবারের মতো ব্রান্ডেনবুর্গ গেটে ভাষণ দেবেন তিনি৷ সেখানেই ‘শীতল যুদ্ধের' সময় থেকে রাশিয়ার সঙ্গে চলে আসা আনবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করা পরিকল্পনা আছে তাঁর৷

দু'বছর আগে দু'দেশের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছিল৷ ওয়াশিংটনে তখন ওবামা আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন৷ ‘নতুন সূচনা' হিসেবে খ্যাত সেই চুক্তি বাস্তবায়নের পথেই পা বাড়ানোর অঙ্গীকার করতে পারেন ওবামা৷ অবশ্য রাশিয়া তাতে সম্মত হবে কিনা, তা এখনি বলা যাচ্ছে না৷ গত সোমবার উত্তর আয়ারল্যান্ডে পুটিনের সঙ্গে বৈঠক হয়েছে ওবামার৷ সেই বৈঠকের বিস্তারিত না জানা গেলেও, মনে রাখা দরকার পুটিন এর আগেই বলে রেখেছেন, আনবিক নিরস্ত্রীকরণ শুরু করতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য