1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আনিসের গ্রামে ঢুকতে পারলেন না ফিরহাদ

২৫ মার্চ ২০২২

আনিস খানের গ্রামে যেতে চেয়েছিলেন ফিরহাদ হাকিম, কিন্তু ব্যাপক গণরোষের মুখে ফিরে যেতে হলো তাকে৷ 

https://p.dw.com/p/492wx
ফিরহাদ হাকিম
ফিরহাদ হাকিম (ফাইল ছবি)ছবি: Prabhakar Mani Tewar/DW

শুক্রবার সকালের দিকে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী খুন হওয়া ছাত্রনেতা আনিসের বাড়িতে যান৷ আনিসের বাবা সেলিম খানের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন৷ সেলিম খান আবারও স্পষ্ট করে দেন, তিনি সন্তানের হত্যার বিচারে সিবিআই তদন্তেই আস্থা রাখছেন৷ এরপর বিকেলের দিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম গ্রামে ঢুকতে গেলে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন গ্রামবাসীরা৷

আনিসের গ্রামে ফিরহাদ হাকিম এবং পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রী পুলক রায়ের আসার খবর পেয়েই রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা৷ তাদের প্রবল বিক্ষোভের মুখে ফিরতে বাধ্য হন ফিরহাদ৷ ব্যারিকেড করে ফিরহাদ হাকিমকে ঘিরে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা৷ গ্রামবাসীদের বক্তব্য, ‘‘৪২ দিন পর কেন আনিসের বাড়িতে ফিরহাদ? কেন আগে তার সময় হয়নি? আমরাও আনিসের বাবার মতোই সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি৷’’ ফিরহাদ পরে ফিরে যাওয়ার কারণ জানাতে গিয়ে বলেছেন, আনিসের বাবার সঙ্গে দেখা করার কথা ছিল তার৷ কিন্তু আনিসের বাবার শরীর ভালো নেই, তাই ফিরে এসেছেন৷

Indien West Bengal Todesfall Student Anis Khan
আনিস খান হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছেছবি: Satyajit Shaw/DW

শুক্রবার প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী আনিস খানের বাড়িতে গিয়েছিলেন৷ দীর্ঘক্ষণ তিনি কথা বলেন আনিসের বাবার সঙ্গে৷ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন৷ দুপুরে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকীও আনিসের বাবার সঙ্গে দেখা করেন, সঙ্গে ছিলেন নওশাদ সিদ্দিকীও৷ 

আনিসের আত্মার শান্তি কামনা করে শুক্রবার একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানে কয়েক হাজার লোকের সমাবেশ হয়েছিল আজ৷ আনিসের গ্রাম সারদা দক্ষিণ খান পাড়াসহ আশপাশের গ্রাম থেকেও অনেকে এসেছিলেন সেই স্মরণসভায় যোগ দিতে৷ বেশ কয়েক ঘণ্টা এই অনুষ্ঠান চলে৷ এরপর ফিরহাদ হাকিম গ্রামের মুখে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা৷ 

গভীর রাতে উর্দি পরা চারজন আমতার সারদা দক্ষিণ খান পাড়ায় ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়ে তিনতলা থেকে ফেলে তাকে হত্যা করে বলে অভিযোগ৷ অভিযোগটা পুলিশের বিরুদ্ধে৷ আনিসের পরিবারের দাবি-নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার৷ ২৮ বছর বয়সি প্রতিবাদী তরুণ আনিস খানের হত্যার বিচারের দাবিতে সরব তার পরিবার এবং প্রতিবেশীরাও৷ 

আরকেসি /এসিবি (এবিপি আনন্দ, এই সময়, সংবাদ প্রতিদিন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য