সবাইকে প্রতিবাদ করতে হবে
২১ অক্টোবর ২০১৬তিনি ডয়চে ভেলেকে বলেছেন, ‘‘আমি তাদের নিয়ে গর্বিত, তারা প্রতিবাদ করেছে৷ তাদের মতো সবাই এভাবে প্রতিবাদ করলে ইভটিজাররা আর সাহস পাবে না৷'' বুধবার সকাল ১১টার দিকে কয়েকজন তরুণ বিসিআইসি স্কুলের একাদশ শ্রেণির দুই ছাত্রীকে উত্যক্ত করলে তারা এর প্রতিবাদ জানায়৷ আর এতে ক্ষিপ্ত হয়ে ইভটিজাররা তাদের দু'জনকে বাঁশ দিয়ে পিটায়৷ দু'জনই আহত হয় তবে একজনের পা ভেঙ্গেছে৷ পুলিশ একজনকে আটক করেছে৷ কিন্তু মূল ইভটিজার কালাম এখনো পলাতক৷
ওই দুই ছাত্রীর বাবা মো. আহসান হাবিব ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা মেয়েরা আহত হয়েছে, কিন্তু আমি তাদের নিয়ে গর্ব করি, কারণ তারা প্রতিবাদ করেছে৷ এভাবে প্রতিবাদ করলেই অপরাধীরা দমবে, নয়তো তারা আরো বেপরোয়া হবে৷ আমার মেয়েরা প্রতিবাদ করে সঠিক কাজটি করেছে৷''
তিনি দুঃখ করে বলেন, ‘‘আমাদের সমাজের মূল সমস্যা হলো সচেতনতার অভাব৷ ঘটনার সময় আমার মেয়েরা যখন ‘হেল্প হেল্প' বলে চিৎকার করছিল, তখন কেউ এগিয়ে যায়নি৷ উল্টো তারা ছবি, সেলফি আর ভিডিও করায় ব্যস্ত ছিল৷ আমার মেয়েরা ফোন নাম্বার দিয়ে বলেছে আমার বাবাকে ফোন করো৷ কেউ ফোন করেনি৷ এটা আমাকে কষ্ট দিয়েছে৷''
তিনি আরো বলেন, ‘‘আমি দেশের আইন অনুযায়ী অপরাধীদের শাস্তি চাই৷ আর দেশের মানুষকে আরেকটু সচেতন এবং প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই৷''
একই দিনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বখাটের প্রেম নিবেদনে সাড়া না দেওয়ায় তাহমিনা আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুড়িকাঘাতে গুরুতর জখম করা হয়৷ গত ৩ অক্টোবর সিলেটে খাদিজা আক্তার নার্গিস নামে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে আহত করে এক ছাত্রলীগ নেতা বদরুল আলম (২৬)৷
মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে (১৪) বিদ্যালয়ে যাওয়ার পথে ১৮ সেপ্টেম্বর সকালে কুপিয়ে হত্যা করা হয়৷ বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, গত আট বছরে সারা দেশে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৩৮ হাজার ৪৯৮টি৷ এর মধ্যে যৌন নির্যাতনের ঘটনা ৫১৭টি, অপহরণের ঘটনা ১ হাজার ৫৪৫, উত্ত্যক্তের শিকার হয়েছে ৩ হাজার ৭৮০ জন নারী৷ উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১৩৮ জন৷ দেশজুড়ে বখাটেদের উৎপাত আরো ভয়াবহ৷
মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিচার না হওয়ার কারণেই অপরাধীরা বেপরোয়া৷ সরকার এনজিও'র ব্যাপারে আইন করতে পারে খুব দ্রুত, কিন্তু উচ্চ আদালতের কঠোর নির্দেশনা থাকার পরও ইভটিজিং বন্ধে এখনো আইন হয়নি৷ আসলে আমাদের বুঝতে হবে সরকার কোনটাতে গুরুত্ব দেয়, কোনটাকে দেয় না৷''
তিনি আরো বলেন, ‘‘একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু বিচার হয়না বললেই চলে৷ কেউ একটু প্রভাবশালী হলেই বিচার এড়াতে পারে৷ এটা আর কত বলবো? সিলেটের নার্গিসকে কোপানোর ঘটনায় বদরুল হাতেনাতে ধরা না পড়লে হয়তো সে-ও রেহাই পেতো৷''