আরো কঠিন সময় আসছে: করোনা প্রসঙ্গে ম্যার্কেল
২৯ আগস্ট ২০২০শুক্রবার ম্যার্কেল বলেছেন আগামী মাসগুলোতে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ তিনি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য দেশটির জনগণের প্রতি আহবান জানিয়েছেন৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, ‘‘এটা খুবই গুরুতর৷ যতটা আগে ছিল ততটাই৷ এবং এটিকে গুরুত্বের সঙ্গে নিন৷’’
করোনা নিয়ন্ত্রণে আসার পর গত জুলাই থেকে কিছু বিধিনিষেধ শিথিল করে জার্মান সরকার৷ কিন্তু সম্প্রতি ভাইরাসের প্রকোপ আবারও ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশটিতে৷ জার্মানির রোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে নতুন করে আট হাজারের উপরে মানুষ আক্রান্ত হয়েছেন৷ শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১ জন শনাক্ত হয়েছেন৷
ম্যার্কেল জানান, তার সরকার সমাজের বেশি খারাপ অবস্থায় থাকা অংশকে রক্ষার জন্য ব্যবস্থা নিচ্ছে, বিশেষ করে শিশুদের জন্য৷ তিনি বলেন, শিশুরা যাতে এই মহামারিতে পিছিয়ে না পড়ে সেজন্য সবকিছু করা হবে৷ স্কুল ও ডে কেয়ার সেন্টারগুলোতে নতুন ব্যবস্থা নেয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি৷
করোনার ভ্যাকসিন আবিস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ৷ প্রতিষেধক পেতে যেসব প্রতিষ্ঠান কাজ করছে তাদের সঙ্গে চুক্তির চেষ্টা চলছে বলে জানান ম্যার্কেল৷ তবে যতদিন না টিকা পাওয়া যায় ততদিন আগের জীবন যাত্রায় ফেরা যাবে না বলেও সতর্ক করেন তিনি৷
ম্যার্কেল সতর্কবার্তা দিলেও গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যমান সরকারি বিধিনিষেধগুলোর বিরুদ্ধে বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন মানুষ৷ স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এই ধরনের বিক্ষোভের উপরে গত সপ্তাহে নিষেধাজ্ঞা দিয়েছিল বার্লিন পুলিশ৷ কিন্তু জার্মানির একটি প্রশাসনিক আদালত শুক্রবার এই সিদ্ধান্তের বিপক্ষে রায় দিয়েছে৷
এফএস/এআই (ডিপিএ, এএফপি)