1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর কারাদণ্ড, ইউরোপের তীব্র প্রতিক্রিয়া

১১ অক্টোবর ২০১১

সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোকে ৭ বছরের কারাদণ্ডের রায় দিল ইউক্রেনের আদালত৷ যাকে সরকারের ‘কর্তৃত্বপরায়ণতা’র প্রকাশ বলে সমালোচনা করেছে বিরোধী দল৷ ইউরোপের সাথে কিয়েভের সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

https://p.dw.com/p/12qBv
Former Ukrainian Prime Minister and leader of "BYT-Fatherland" Yulia Tymoshenko speaks in the Pechersk district court of Kiev, where a review is underway in the criminal case against her relating to the signing of gas contracts with Russia in 2009.
আদালতে ইউলিয়া টিমোশেঙ্কোছবি: picture alliance/dpa

টিমোশেঙ্কোর বিরুদ্ধে আনা অভিযোগ

ইউলিয়া টিমোশেঙ্কো দুই মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন৷ কিন্তু গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের কাছে হেরে যান তিনি৷ টিমোশেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ ওঠে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রায় শেষ দিকের একটি চুক্তি নিয়ে৷ ২০০৯ সালে রাশিয়ার সঙ্গে ১০ বছরের জন্য তেল সরবরাহের একটি চুক্তির ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করেছিলেন টিমোশেঙ্কো - এই বলে অভিযোগ তোলা হয়৷ আদালত মনে করছে, ঐ চুক্তির ফলে সেদেশকে ২০ কোটি ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছিল৷ তিন মাস ধরে এই অভিযোগ নিয়ে শুনানি চলে৷ শুনানি শেষে মঙ্গলবার কিয়েভের আদালতে তাঁর বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন বিচারক রোডিওন কিরেয়েভ৷

টিমোশেঙ্কোর তরফ থেকে রায়ের প্রতিক্রিয়া

৫০ বছর বয়সি জননেত্রী টিমোশেঙ্কোকে রায় ঘোষণার সময় হাসি মুখে দেখা গেছে৷ আসলে দমে যাওয়ার পাত্রী নন তিনি৷ এই রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘ইউক্রেনকে এই কর্তৃত্বপরায়ণতার হাত থেকে বাঁচাতে আমাদেরকে আরো শক্তভাবে রুখে দাঁড়াতে হবে৷ আমরা সুনাম ও খ্যাতি বজায় রাখতে ইউরোপীয় আদালতে লড়াই করবো৷''

Former Ukrainian Prime Minister Yulia Tymoshenko addresses the judge watched by her lawyer Sergei Vlasenko, left, during a pre-trial hearing at the Pecherskiy District Court in Kiev, Friday, June 24, 2011. Ukraine's former prime minister, Yulia Tymoshenko, went on trial Friday in a case that has raised concerns in the West over the government's commitment to democracy and the rule of law. Tymoshenko, now a top opposition leader, has been charged with abuse of office in signing a deal with Moscow to buy Russian natural gas at prices investigators said were too high. She denies the charges, and describes them as a political plot by her rival, President Viktor Yanukovych, to keep her out of upcoming parliamentary and presidential elections. (Foto:Sergei Chuzavkov/AP/dapd)
আদালতে ইউলিয়া টিমোশেঙ্কোছবি: dapd

নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইউরোপেও

আসলে ইউক্রেনের বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন৷ ইইউ ইতিমধ্যে বিরোধী দলীয় নেত্রীকে কারাগারের অভ্যন্তরে আটকে রাখার চেষ্টার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে৷ চলতি বছরের শেষ দিকে ইইউ-এর সাথে ইউক্রেনের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে৷ কিন্তু এই রায়ের কারণে সেটা ভেস্তে যেতে পারে বলে হুঁশিয়ারি শোনা গেছে ইইউ-এর পক্ষ থেকে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলেও এই রায়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এটি ইউরোপের সাথে দেশটির সম্পর্কের উপর ‘নেতিবাচক প্রভাব' ফেলবে৷ তিনি বলেন, টিমোশেঙ্কো এবং তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের দিকে কড়া নজর রাখবে জার্মানি৷ এই রায় ইউক্রেনের বিচার প্রক্রিয়া সম্পর্কেও নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে মন্তব্য করেন ভেস্টারভেলে৷ তিনি সেদেশের সরকারকে গণতন্ত্র এবং আইনের শাসন সঠিকভাবে বাস্তবায়নের আহ্বান জানান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান