ইউরোপে ফুটবল আবার গড়াচ্ছে মাঠে
২১ এপ্রিল ২০২০করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারায় জার্মানি কিছু কিছু বিষয়ে কঠোর বিধিনিষেধ তুলে নিতে চাইছে৷ সেক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে শিগগিরই ফুটবলও গড়াতে পারে মাঠে, এমন আভাস এরই মধ্যে পাওয়া গেছে৷ অর্থাৎ, দর্শক থাকবেন টিভিসেটের সামনে, গ্যালারিতে নয়৷ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় পত্রপত্রিকায় ইঙ্গিতও দিয়েছেন৷ তবে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, বৃহস্পতিবার জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ ডিএফএল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে৷
তবে রাজ্যভেদে অবস্থা ভিন্ন হতে পারে৷ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও বাভেরিয়া রাজ্য ৯ মে ফুটবল শুরুর পক্ষে৷ অন্য ১৪ রাজ্যের খবর এখনো জানা যায়নি৷ জার্মানিতে ৩ মে থেকে বেশ কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত হয়ে আছে৷ এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে আগামী ৩০ এপ্রিল আবার বসবে৷
এদিকে মৌসুম শেষ করতে না পারলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো৷ কিকার ম্যাগাজিন বলছে, জার্মানির ১৩টি বুন্দেসলিগা ও দ্বিতীয় সারির ক্লাব ঋণখেলাপি হয়ে যাবে৷
অন্যদিকে, আগের ঘোষণা অনুযায়ী, কমপক্ষে জুন পর্যন্ত বন্ধ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগ৷ গত শুক্রবার প্রথমসারির ২০টি ক্লাবের সঙ্গে বসেছিল লিগ কর্তৃপক্ষ৷ তারা মৌসুম শেষ করার বিষয়ে একমত হয়েছে৷ তবে কবে থেকে তা শুরু হতে পারে এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি৷ এ সপ্তাহে এ নিয়ে আরো আলোচনা হবার কথা রয়েছে৷ যুক্তরাজ্য সরকার কমপক্ষে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে৷
স্পেনের লকডাউন শেষ হবার কথা ২৫ এপ্রিল৷ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এরই মধ্যে সংসদ সদস্যদের এটি ৯ মে পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেছেন৷ দেশটির ফুটবল শুধু করোনার মারাত্মক আঘাতেই ভুগছে না, লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবেস ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের মধ্যে দ্বন্দ্বও ভোগাচ্ছে৷ তবে আশার কথা হলো, স্পোর্টস কাউন্সিলের মধ্যস্থতায় দুই শীর্ষ ফুটবল কর্মকর্তা গত শনিবার মুখোমুখি হয়েছেন এবং নিজেদের মধ্যকার সমস্যা সমাধান করেছেন৷ ৬ জুন নাগাদ আবার গড়াতে পারে স্প্যানিশ ফুটবল৷
ইটালিতে সিরি আ-র সবশেষ ম্যাচটি হয় ৯ মার্চ৷ এর কয়েকদিন পরই পুরো দেশে লকডাউন ঘোষণা করা হয়৷ করোনার অন্যতম ভয়াবহতার শিকার দেশটিতে কড়াকড়ি কিছুটা শিথিল করা হতে পারে ৩ মে নাগাদ৷ সিরি আ-তে একেকটি দলের এখনো ১২-১৩টি করে ম্যাচ বাকি৷ এছাড়া বাকি রয়েছে ইটালিয়ান কাপের সেমিফাইনাল ও ফাইনাল৷ মে মাসের শেষ নাগাদ শুরু হতে পারে মৌসুমের বাকি খেলাগুলো৷ আর ৪ মে থেকেই অনুশীলন শুরু করার কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন৷
এদিকে, ফ্রান্সের লিগ ওয়ানও শুরু হবার কথা জুনের মাঝামাঝি নাগাদ৷ সে হিসেবে আগষ্টের আগে শেষ হবে না মৌসুম৷ দেশটিতে আপাতত ১১ মে পর্যন্ত লকডাউন চালু রয়েছে৷
এদিকে, ইউরোপের তুলনামূলক ছোট লিগগুলো, যেমন বেলজিয়াম বা স্কটল্যান্ডের ক্লাবগুলো সম্প্রচার চুক্তির ওপর অতটা নির্ভরশীল নয়৷ তারা শিগগিরই চলতি মৌসুম শেষ করে পরের মৌসুম শুরুর প্রস্তুতির কথা ভাবতে চাইছে৷
বৃহস্পতিবার বৈঠকে বসছে ইউরোপীয় ফুটবল অ্যাসেসিয়েশন উয়েফার গভর্নিং বডি৷ সেখান থেকেও সুখবর আসতে পারে ক্লাবগুলোর জন্য৷
জেডএ/এসিবি (ডিপিএ)