ইলিয়াস আলী অন্তর্ধান রহস্য
২৭ এপ্রিল ২০১২ইলিয়াস আলি নিখোঁজ হওয়ার পর শাসক দল আওয়ামী লীগ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান তুলে ধরে৷ এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সরকার ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় উদ্ধার করবে৷ কিন্তু এজন্য সবার সহযোগিতা প্রয়োজন৷
তিনি বিএনপিকে হরতাল বাদ দিয়ে ইলিয়াস আলীকে উদ্ধারের সহযোগিতার আহ্বান জানান৷ তিনি বলেন, ইলিয়াস আলীর নিখোঁজের জন্য দেশের সব মানুষ দায়ী নয়৷ তাই সব মানুষকে জিম্মি করে তাদের ভোগান্তি না বাড়ানোর অনুরোধ করেন তিনি৷
জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার হত্যা আর গুমের ব্যাপারে কোন ইতিবাচক পদক্ষেপ না নিয়ে বিরোধী দলের ওপর দমন পীড়ন চালাচ্ছে৷ এতে দেশে অস্থিতিশীলতার সৃষ্টি হবে৷
তিনি আরও বলেন, সরকারই যে ইলিয়াস আলীকে নিখোঁজ করেছে তার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে৷ তাঁর দাবি, সরকারকে ইলিয়াস আলিকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে৷ সৈয়দ আশরাফদের উচিত বিষয়টি প্রধানমন্ত্রীকে বোঝান৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন