1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও ‘করোনামুক্ত’ চার জেলা

২৫ এপ্রিল ২০২০

বাংলাদেশে ষাটটি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন৷ এখনও সংক্রমণ ধরা পড়েনি শুধু চার জেলায়৷

https://p.dw.com/p/3bOOU
ছবি: Sazzad Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৯ জন, মারা গেছেন নয়জন৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে৷ এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪০ জন৷

শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের তালিকায় ছিল ৫৮টি জেলা৷ শনিবারের পরিসংখ্যান অনুযায়ী আরো দুই জেলায় সংক্রমিত রোগী ধরা পড়েছে৷ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ‘‘২৪ এপ্রিলের তথ্যগুলো বিশ্লেষণ করে দেখছি আমাদের এখন আক্রান্ত জেলা ৬০টি৷ নতুনভাবে আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগের ভোলা এবং রাজশাহী বিভাগের নাটোর জেলা৷ এখন শুধু বাকি আছে চারটি জেলা৷ সেগুলো হল, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ ও সাতক্ষীরা৷ এই চারটি ছাড়া সারা বাংলাদেশের সব জেলাতেই কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে৷’’

তবে ঝিনাইদহে শনিবার করোনা সংক্রমণ ধরা পড়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. সেলিনা বেগম৷ ঝিনাইদহের সাংবাদিক শাহারিয়ার রহমান রকি ডয়চে ভেলেকে জানান বেলা দশটার দিকে সেলিনা বেগম দুইজন আক্রান্ত হওয়ার তথ্য ফোনে নিশ্চিত করেছেন৷ তাদের একজন পুরুষ ও একজন নারী৷ আপাতত তারা হোম কোয়ারান্টিনে রয়েছেন৷ 

এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ধরা পড়েছে ঢাকা জেলায়৷ এরপরেই রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী৷

বাংলাদেশে গত আট মার্চ প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে৷ তিনজন রোগীকে শনাক্ত করার ঘোষণা দেয়া হয়েছিল সেদিন৷ পরের ছয়দিন নতুন কোন রোগী ধরা পড়েনি৷

এরপর তিনদিন ছাড়া প্রতিদিন রোগী শনাক্ত হয়েছে৷ তবে পরীক্ষার মাত্রা বাড়ায় চার এপ্রিলের পর থেকে আক্রান্তদের সংখ্যা  ক্রমশ বাড়তে থাকে৷ সর্বোচ্চ ৫০৩ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ২৪ এপ্রিল৷ শনিবার ৩০৯ জন আক্রান্তের খবর দিলেও নাসিমা সুলতানা জানান, আগের দিন শুক্রবার থাকায় বেসরকারি কিছু হাসপাতালের পরীক্ষার ফলাফলের তথ্য তাদের কাছে পৌঁছেনি৷

এফএস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য