কলারবোন ফ্র্যাকচারের পর শোয়াইনস্টাইগার হাসপাতালে
৩ নভেম্বর ২০১১চ্যাম্পিয়ন্স লীগের বুধবারের খেলা ছিল বার্য়ান মিউনিখের সঙ্গে নাপোলির৷ নাপোলির খেলোয়াড় গোয়েখান ইনলারের সঙ্গে ধাক্কা খান শোয়াইনস্টাইগার৷ কলারবোনে প্রচণ্ড চোট পান তিনি৷ খেলার দ্বিতীয়ার্ধের সময়ই শোয়াইনস্টাইগারকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়৷ অবশ্য এই খেলায় ৩-২ গোলে বায়ার্ন মিউনিখ জিতেছে৷
শোয়াইনস্টাইগারের অনুপস্থিতিতে রবিবার আউগসবুর্গের মুখোমুখি হবে বায়ার্ণ মিউনিখ৷ ক্লাবের চেয়ারম্যান কার্ল হাইনৎস রুমেনিগে জানান, ‘‘পুরো ঘটনাটি আমাদের জন্য দুঃখজনক৷ সে আমাদের দলের অসাধারণ একজন প্লে মেকার৷''
দলের আরেক খেলোয়াড় মারিও গোমেজ, যিনি কিনা নাপোলির বিরুদ্ধে তিনখানা গোলই করেন, জানান,‘‘আমরা খুবই অবাক হয়েছি৷ শোয়াইনস্টাইগার হল খেলার মূল ইঞ্জিন৷ খেলা অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যায় বাস্টিয়ানের কারণে৷ সে দলে না থাকায় কিছুটা সমস্যায় আমরা পড়বো কিন্তু একই সঙ্গে আমরা চেষ্টা করবো খুব ভাল খেলার৷''
আজ শোয়াইনস্টাইগারের কলারবোনে অপারেশন হওয়ার কথা৷ ধারণা করা হচ্ছে এ বছরের শেষ পর্যন্ত হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে৷ অন্তত অপারেশনের পর ৬ সপ্তাহ তাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক