কলোরাডো হত্যাকাণ্ড
২৩ জুলাই ২০১২জেমস হোমস-এর নারকীয় তাণ্ডবের জন্য ৭/২০ স্মরণীয় হয়ে থাকবে৷ ডেনভার-এর কাছে অরোরা'য় একটি প্রেক্ষাগৃহে ‘দ্য ডার্ক নাইট রাইজেস' ছবি চলার সময় রাতের শেষভাগে প্রথমে দু'টি গ্যাস ছোঁড়ে হোমস৷ এরপরই দুই হাতে কয়েকটি স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছুঁড়তে থাকে সে৷ এতে ১২ জন নিহত হয়৷ আহত হয় ৫৮ জন৷ ঘটনার কিছুক্ষণ পরেই সিনেমা হলের পেছনে রাখা নিজের গাড়ি থেকে হোমস'কে আটক করে পুলিশ৷ ইতিমধ্যে ঘটনাস্থলে ফুলের স্তূপের মাঝে সেঁটে দেওয়া হয়েছে - ‘৭/২০ কখনও ভোলার নয়'৷ কিন্তু মূল ট্রাজেডি ২০শে জুলাই ঘটলেও এমন একটি তাণ্ডব চালানোর জন্য বিগত কয়েক মাস ধরে পরিকল্পনা মাফিক কাজ চালিয়ে গেছে হোমস৷ অরোরা পুলিশ প্রধান ড্যান ওটস জানিয়েছেন হোমস-এর কয়েকমাস ধরে প্রস্তুতির কথা৷
ওটস বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে, সন্দেহভাজন দায়ী হোমস গত চার মাসেরও বেশি সময় ধরে তার বাড়ি এবং দপ্তরের ঠিকানায় ডাকযোগে বড় মাপের চালান গ্রহণ করেছে৷ এর ফলে কিছুটা ধারণা পাওয়া গেছে যে, সে কীভাবে এতোগুলো গুলি এবং বিস্ফোরক দ্রব্য হাতে পেয়েছে৷ এছাড়া আমরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার হিসাব-নিকাশ ও পরিকল্পনার কিছু প্রমাণ পেয়েছি৷ এগুলো থেকে ধীরে ধীরে কিছু প্রশ্নের উত্তর মিলছে৷'' ওটস অবশ্য এই হত্যাকাণ্ড ঘটানোর পেছনে হোমস-এর অভিসন্ধি নিয়ে কোন মন্তব্য করেননি৷ ফলে সোমবার হোমস'কে প্রথম আদালতে হাজির করার আগে তার অভিপ্রায় নিয়ে কোন কিছু জানা যাচ্ছে না বলেই মনে করা হচ্ছে৷ এদিকে, নিউইয়র্ক নগরীর পুলিশ কমিশনার রেমন্ড কেলি জানিয়েছেন, ঘটনার দিন হোমস তার চুলে লাল রং করেছিল এবং নিজেকে ‘ব্যাটম্যান'এর প্রতিপক্ষ চরিত্র ‘দ্য জোকার' হিসেবে দাবি করছিল৷
স্থানীয় তদন্তকারী দপ্তর ঐ ঘটনায় নিহত ১২ জনের তালিকা প্রকাশ করেছে৷ মৃতদের মধ্যে একটি ৬ বছর বয়সি মেয়ে রয়েছে যে মাত্র ক'দিন আগে সাঁতার শিখেছে৷ রয়েছে ২৭ বছর বয়সি এক তরুণ, যে সেদিন তার জন্মদিন পালন উপলক্ষ্যে ছবি দেখতে গিয়েছিল৷ এছাড়া নিহতদের মধ্যে রয়েছে গেটওয়ে হাইস্কুলের সমাপনী পরীক্ষায় সদ্যউত্তীর্ণ এ জে বোয়েক৷ বোয়েক-এর মৃত্যুতে শোকাহত বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবকবৃন্দ৷ বোয়েক-এর বন্ধুর বাবা টমি অ্যাভেরি বলেন, ‘‘বোয়েক ছিল এই সমাজের এক অবিচ্ছেদ্য অংশ৷ তার চলে যাওয়া আমরা খুব বেশি করে অনুভব করবো৷'' এভাবেই কলোরাডো জুড়ে নিহতদের আত্মীয়-স্বজনরা শোকের মাতম তুলেছেন সর্বত্র৷
কলোরাডো'র ঘটনা প্রভাব ফেলেছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বারাক ওবামা এবং মিট রমনি উভয়ের প্রচার অভিযানেও৷ নির্বাচনি প্রচারের কাজে বিরতি দিয়ে কলোরাডো'র শোকাহত মানুষের পাশে ছুটে গেছেন বারাক ওবামা৷ কলোরাডো হত্যাকাণ্ডের ঘটনায় সমধিক শোকাহত তিন পর্বের ‘ব্যাটম্যান' ধারাবাহিকের নায়ক ব্রিটিশ অভিনেতা ক্রিস্টিয়ান বেল৷ তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘আমি কতোটা বেদনাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷'' এই বিয়োগান্তক ঘটনার পর নিউইয়র্কের প্রেক্ষাগৃহগুলো ব্যাটম্যান ছবির প্রদর্শনীর ক্ষেত্রে নিরাপত্তা আরো বাড়িয়েছে৷ থিয়েটার চেন এএমসি সিনেমা হলগুলোতে নকল মুখোশ এবং নকল অস্ত্র নিয়ে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে৷ এছাড়া ফ্রান্সের একটি ছবির মহরত প্রদর্শনী বাতিল করা হয়েছে এবং ফিলিপিন্স-এর বাজারগুলোতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে৷
এএইচ / আরআই (এপি, এএফপি, রয়টার্স)