ড. জাফর ইকবাল এবং ডা. ইমরান এইচ সরকারের জন্য হত্যার হুমকি
১২ জুন ২০১৫কয়েকদিন আগের একটি খবর অনেকেরই নজর কেড়েছে৷ বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকাতেই এসেছে খবরটি৷ খবরে বলা হয়, মৌলবাদি কয়েকটি সংগঠন ব্যাংক ডাকাতির টাকা খরচ করে স্বনামধন্য লেখক ও শিক্ষক ড. জাফর ইকবাল এবং ব্লগার ডা. ইমরান এইচ সরকারকে হত্যার পরিকল্পনা করেছিল৷
এর আগে দেশের দশ জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে ‘আল-কায়েদা এ. বাংলা টিম ১৩' যে চিঠি পাঠিয়েছিল, সেই চিঠিতেও ছিল এই দু'জনের নাম৷
তা লাগাতার হত্যার হুমকি এবং হত্যা পরিকল্পনার খবরে তাঁরা কি বিচলিত? চিন্তিত?
ইমরান এইচ সরকারের ফেসবুক অ্যাকাউন্টেই রয়েছে এর জবাব৷ দেশের বিজ্ঞানমনস্ক, আধুনিক অনেক মানুষের মতো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কাছেও অধ্যাপক জাফর ইকবাল শ্রদ্ধার পাত্র৷ তাই তাঁর ফেসবুকে কভার ফটোও জাফর ইকবালের৷ সেই ছবির সঙ্গে শোভা পাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান লেখকের একটি কথা, ‘‘একজন বিখ্যাত মানুষ দিয়ে কী হয়? কিছুই হয় না৷ কিন্তু একজন খাঁটি মানুষ একটা দেশ বদলে দিতে পারে৷''
আর হত্যার হুমকি সম্পর্কে ব্লগার ইমরান এইচ সরকার লিখেছেন, ‘‘বৈষম্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথটাই আমাদের সকল সাহস ও শক্তির উৎস৷ আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই৷ অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আমৃত্যু জারি থাকবে৷ জয় বাংলা বলে আপনিও শামিল হোন এ লড়াইয়ে...৷''
এই মন্তব্যের নীচে তাঁর এক ফেসবুক বন্ধু লিখেছেন, ‘‘সাথে আছি এবং দেশ-জাতির পক্ষে আছি৷ চালিয়ে যাও৷ মানুষ মাত্রই মরণশীল, তাই অপশক্তির কাছে-কাপুরুষের কাছে মাথা নোয়াবার কোনো সুযোগ নেই৷ জীবনও একটাই এবং দেশও একটাই, প্রাণের বাংলাদেশ৷''
হত্যার হুমকি সম্পর্কে ড. জাফর ইকবালের বক্তব্যও সবারই জানা৷ আল-কায়েদা এ আনসারুল্লাহ বাংলা টিম-১৩-র নামে পাঠানো হত্যার হুমকি সম্বলিত সেই চিঠির পরই সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছিলেন, ‘‘আমাকে দেওয়া হুমকি নিয়ে আমি উদ্বিগ্ন নই৷ বরং নিরাপত্তাহীনভাবে বসবাস করা ব্লগারদের নিয়েই বেশি উদ্বিগ্ন৷''
তিনি আরো বলেছিলেন, ‘‘‘যে ৮৪ জন ব্লগারের নামের তালিকা করা হয়েছে এবং সেখান থেকে একজন একজন করে খুন করা হচ্ছে, আমি তাঁদের নিয়ে বরং উদ্বিগ্ন৷ আমি এখানে সিকিউরিটির মধ্যেই আছি, গত কদিন পুলিশও আমাকে সিকিউরিটি দিচ্ছে৷ কিন্তু যে ৮৪ জন ব্লগার আছে তাদের কিন্তু কেউ প্রটেকশন দেয় না, তারা কিন্তু খুব বিপদে আছে৷'' তখনো ব্লগারদের নিরাপত্তায় সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন৷ পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি তুলে ধরতে গিয়ে জাফর ইকবাল বলেছিলেন, ‘‘জঙ্গিরা কিন্তু প্রকাশ্যেই হত্যা করছে৷ হত্যার পর নিহত ব্লগারদের বন্ধুদের ফোন করেও হুমকি দিচ্ছে৷ কিন্তু পুলিশ খুব কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না৷''
বাস্তবতা হলো, গত দু'সপ্তাহেও সরকারের ভূমিকায় কোনো পরিবর্তন আসেনি৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ