ক্যানাডায় হেট ক্রাইম বাড়ছে
২৭ ফেব্রুয়ারি ২০১৭ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখে ডাউনটাউন টরন্টোর ‘মসজিদ টরন্টো'-র সামনে বিক্ষোভকারীদের ভিড়; তাদের হাতে যে সব প্ল্যাকার্ড, তাতে লেখা ছিল, ‘‘ইসলামের প্রতি ‘না''', ‘‘মুসলিমরা সন্ত্রাসবাদী''৷ ওদিকে টরন্টো জাতিগতভাবে ক্যানাডার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ শহর৷
কিন্তু টরন্টোর বৃহত্তর সমাজ অতি শীঘ্র একটি পাল্টা ডেমোর আয়োজন করে, যা থেকে বিভিন্ন সমর্থনের বার্তা এখনও মসজিদটির গায়ে লটকানো আছে: ‘‘বৈচিত্র্যই আমাদের শক্তি'', ‘‘আমাদের মুসলিম ভাইবোনদের প্রতি ভালোবাসা ও সমর্থন''৷
ইসলাম বিদ্বেষ বেড়ে চলেছে
কিন্তু দৃশ্যত বহিরাগত বিদ্বেষ সারা দেশেই বেড়ে চলেছে, সাধারণ ক্যানেডীয়রা যা নিয়ে উদ্বিগ্ন৷ জনসাধারণ ও রাজনীতিক মহলের একটি ক্ষুদ্র কিন্তু সোচ্চার অংশ ক্রমেই আরো বেশি বৈরিতামূলক ভাষা ব্যবহার করছে৷
তবে সব মিলিয়ে হেট ক্রাইমের সংখ্যা যে খুব বেড়েছে, এমন নয়৷ এছাড়া ইসলাম বিদ্বেষের মতো ইহুদি বিদ্বেষের বিক্ষিপ্ত ঘটনাও পুলিশের নজরে এসেছে, যেমন টরন্টোর একটি কন্ডোমিনিয়াম ভবনের ইহুদি বাসিন্দাদের ফ্ল্যাটের দরজায় ইহুদি বিদ্বেষী বার্তা লেখা হয়েছে৷
গত জানুয়ারি মাসের ২৯ তারিখে কুইবেক সিটির ইসলামিক কালচারাল সেন্টারের উপর বন্দুক আক্রমণে ছ'জন মুসল্লি নিহত হন, আহত হন আরো অনেকে৷ এই ঘটনা ক্যানাডার মুসলিমদের বিমূঢ় করেছে৷ ঘটনাটিকে সর্বত্র সন্ত্রাসবাদের ঘটনা বলে অভিহিত করা হয় ও তার নিন্দা করা হয়৷ হাজার হাজার ক্যানেডীয় মিছিল করে ও নীরব প্রহরার মাধ্যমে হতাহতদের পরিবারবর্গ ও বৃহত্তর মুসলিম সমাজের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেন৷
প্রসঙ্গত, ২০১২ থেকে ২০১৪ সাল অবধি ক্যানাডায় হেট ক্রাইমের সংখ্যা কিন্তু কমতেই দেখা যায় – এর পরের তথ্য আপাতত সরকারের কাছে নেই অথবা এ যাবৎ প্রকাশ করা হয়নি৷ সংশ্লিষ্ট তিন বছরে মুসলিমদের লক্ষ্য করে হেট ক্রাইমের সংখ্যা কিন্তু প্রায় দ্বিগুণ বেড়েছে, বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস ক্যানাডা৷
কুইবেক সিটির যে মসজিদটির উপর বন্দুকধারী আক্রমণ চালায়, গত বছর তার বাইরে একটি শূকরের মাথা রাখা হয়েছিল৷ ২০১৫ সালের ফেডারাল নির্বাচনের ঠিক পর পরই অন্টারিও-র পিটারবরো শহরের একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়৷
দেশ জুড়ে বিভিন্ন ঘটনায় মুসলিম মহিলাদের গালিগালাজ করা হয়েছে, এমনকি তাদের দিকে থুতু ফেলা হয়েছে অথবা অন্যভাবে আক্রমণ করা হয়েছে৷
সাম্প্রতিক কয়েক সপ্তাহে মন্ট্রিয়লের দু'টি মসজিদের জানলার কাচ ভেঙে ফেলা হয়েছে এবং পুলিশের কাছে প্রায় দু'ডজন হেট ক্রাইমের খবর এসেছে৷
ক্যানাডা ২০১৫ সালের নভেম্বর মাস যাবৎ ৪০,০০০-এর বেশি সিরীয় উদ্বাস্তুকে গ্রহণ করেছে৷ কিন্তু অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউটের সাম্প্রতিক একটি জরিপ অনুযায়ী ৪১ শতাংশ ক্যানেডীয়র মতে, সরকার বড় বেশি উদ্বাস্তু গ্রহণ করেছেন এবং এখন উদ্বাস্তু নেওয়া বন্ধ হওয়া উচিত৷
জরিপে প্রত্যেক চতুর্থ উত্তরদাতা বলেন যে, ক্যানাডার উচিত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পন্থা অনুসরণ করে সিরীয় উদ্বাস্তুদের আগমনের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা ৷
জাতিবাদকে নিন্দা করে প্রস্তাব ও তার প্রতিক্রিয়া
সংসদে আনীত সাম্প্রতিক একটি প্রস্তাবে ক্যানাডায় ইসলাম বিদ্বেষের নিন্দা করার চেষ্টা করা হয়েছে কিন্তু দৃশ্যত ফল হয়েছে ঠিক তার বিপরীত৷ ১০৩ নম্বর প্রস্তাবটির ফলে দক্ষিণপন্থি সমর্থক, রাজনীতিক ও মিডিয়া কলামনিস্টরা এবং সাধারণভাবে ইসলাম বিরোধীরা সকলেই সোচ্চার হয়েছেন৷
প্রস্তাব ১০৩ ফেডারাল সরকারের প্রতি ‘‘জনমানসে ক্রমবর্ধমান বিদ্বেষ ও আশঙ্কার পরিবেশ'' সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে ও যাবতীয় জাতিবাদ ও ধর্মভিত্তিক বৈষম্যকে নিন্দা করতে বলেছে৷
প্রস্তাবটির পিছনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদারপন্থি সরকার এবং বাম-ঘেঁষা নিউ ডেমোক্র্যাটিক পার্টির সমর্থন আছে৷ অপরদিকে দক্ষিণপন্থি দলগুলির কাছে এই প্রস্তাব মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ৷ ইক্রা খালিদ, যে সাংসদ সংসদে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন, তাঁকে এ মাসে শত শত হেট বার্তা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে৷
জিলিয়ান কেসলার-দামুর (টরন্টো)/এসি