1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্বের সাকিব এবার লজ্জা ভুলিয়ে দেবেন

২৯ অক্টোবর ২০২০

হ্যাঁ, আইসিসির বহিষ্কারাদেশের মেয়াদ শেষ৷ সাকিবের ক্রিকেট মাঠে ফেরায় আর কোনো বাধা নেই৷ এখন শুধু আশা- এক বছরের নিষিদ্ধকাল ম্লান হবে সাকিবের নতুন নতুন কীর্তিতে৷

https://p.dw.com/p/3ka4Q
ছবি: Getty Images/A. Davidson

নিজে কীর্তিতে মহীয়ান হয়ে বাংলাদেশকে আরো গর্বিত করবেন – এমন আশা আমরা আরো দু-একজনকে নিয়ে করেছি৷ সবচেয়ে বেশি আশা ছিল মোহাম্মদ আশরাফুলের কাছে৷ কৈশোর পেরোনোর আগেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পর মনে হয়েছিল বালদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ‘আশার ফুল আশরাফুল’৷ আশাহত অনেকেই করে, অনেকেই করেছেন, কিন্তু আশরাফুলের ম্যাচ পাতানোয় জড়িয়ে নিষিদ্ধ হওয়ার সঙ্গে কারো তুলনা চলে হয় না৷ বেশি ভালোবাসার, বেশি ভরসার বা নির্ভরতার মানুষের অনাকাঙ্খিত প্রস্থানের বেদনা এমনই!

দুটি আন্তর্জাতিক ম্যাচ ও একটি আইপিএলের ম্যাচে পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়েসাকিবের নিষিদ্ধ হওয়ার দিনেও সেরকমই মনে হয়েছিল৷ বিশ্বকাপ এভাবে মাতিয়ে আসা সাকিব বিশ্বের সব ক্রিকেট মাঠে, সব ক্রিকেট ম্যাচে এভাবে নিষিদ্ধ হবেন! এভাবে চূড়া থেকে নেমে এসে নুয়ে বসবেন পাহাড়ের নীচে!

Ashish Chakraborty
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলেছবি: DW/T. Mehedi

হতাশা আর গ্লানির পাশে অবশ্য সান্ত্বনার আশাও ছিল৷ সাকিব সাকিবই, বয়সটাও আছে অনুকুলে, সুতরাং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার স্বমহিমায় ফিরবেনই৷

অবশ্য গত এক বছরে নতুন কোনো ‘অপরাধে’ জড়ালে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বেড়ে যেতো৷ করোনা সংকট লম্বা একটা সময় ক্রিকেটই হতে দেয়নি, সাকিবও ছিলেন সচেতন এবং সতর্ক৷ তাই এক বছরে বেশি কিছু মিস না করার স্বস্তি নিয়েই এবার মাঠে নামতে পারবেন সাকিব আল হাসান৷

করোনা না এলে গত এক বছরে তিন সংস্করণের ক্রিকেটে মোট ৩৬টি ম্যাচ খেলতো, সে জায়গায় ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ওই ১৪ ম্যাচেই ক্রিকেটকে মিস করেছেন সাকিব আর সাকিবকে মিস করেছে ক্রিকেট৷

যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই দেশে ফিরবেন সাকিব৷ আগামী মাসে শুরু হতে যাওয়া বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই তার মাঠে ফেরা মোটামুটি নিশ্চিত৷ সেই সঙ্গে প্রতিপক্ষে ফিরবে সাকিবেল ব্যাটে-বলে নাস্তানাবুদ হওয়ার আতঙ্ক৷সাকিব তো এমনই!

গতবছর অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য