গর্বের সাকিব এবার লজ্জা ভুলিয়ে দেবেন
২৯ অক্টোবর ২০২০নিজে কীর্তিতে মহীয়ান হয়ে বাংলাদেশকে আরো গর্বিত করবেন – এমন আশা আমরা আরো দু-একজনকে নিয়ে করেছি৷ সবচেয়ে বেশি আশা ছিল মোহাম্মদ আশরাফুলের কাছে৷ কৈশোর পেরোনোর আগেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ার পর মনে হয়েছিল বালদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ‘আশার ফুল আশরাফুল’৷ আশাহত অনেকেই করে, অনেকেই করেছেন, কিন্তু আশরাফুলের ম্যাচ পাতানোয় জড়িয়ে নিষিদ্ধ হওয়ার সঙ্গে কারো তুলনা চলে হয় না৷ বেশি ভালোবাসার, বেশি ভরসার বা নির্ভরতার মানুষের অনাকাঙ্খিত প্রস্থানের বেদনা এমনই!
দুটি আন্তর্জাতিক ম্যাচ ও একটি আইপিএলের ম্যাচে পাতানোর প্রস্তাব পেয়েও তা আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়েসাকিবের নিষিদ্ধ হওয়ার দিনেও সেরকমই মনে হয়েছিল৷ বিশ্বকাপ এভাবে মাতিয়ে আসা সাকিব বিশ্বের সব ক্রিকেট মাঠে, সব ক্রিকেট ম্যাচে এভাবে নিষিদ্ধ হবেন! এভাবে চূড়া থেকে নেমে এসে নুয়ে বসবেন পাহাড়ের নীচে!
হতাশা আর গ্লানির পাশে অবশ্য সান্ত্বনার আশাও ছিল৷ সাকিব সাকিবই, বয়সটাও আছে অনুকুলে, সুতরাং বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার স্বমহিমায় ফিরবেনই৷
অবশ্য গত এক বছরে নতুন কোনো ‘অপরাধে’ জড়ালে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বেড়ে যেতো৷ করোনা সংকট লম্বা একটা সময় ক্রিকেটই হতে দেয়নি, সাকিবও ছিলেন সচেতন এবং সতর্ক৷ তাই এক বছরে বেশি কিছু মিস না করার স্বস্তি নিয়েই এবার মাঠে নামতে পারবেন সাকিব আল হাসান৷
করোনা না এলে গত এক বছরে তিন সংস্করণের ক্রিকেটে মোট ৩৬টি ম্যাচ খেলতো, সে জায়গায় ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ওই ১৪ ম্যাচেই ক্রিকেটকে মিস করেছেন সাকিব আর সাকিবকে মিস করেছে ক্রিকেট৷
যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই দেশে ফিরবেন সাকিব৷ আগামী মাসে শুরু হতে যাওয়া বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই তার মাঠে ফেরা মোটামুটি নিশ্চিত৷ সেই সঙ্গে প্রতিপক্ষে ফিরবে সাকিবেল ব্যাটে-বলে নাস্তানাবুদ হওয়ার আতঙ্ক৷সাকিব তো এমনই!
গতবছর অক্টোবরের ছবিঘরটি দেখুন...