জার্মান ব্যবসায়ীরাই বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের প্রশংসা করেছেন: মসুদ মান্নান
২৬ অক্টোবর ২০১১দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক থেকে শুরু করে বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ – একাধিক বিষয় গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার দ্বিতীয় জার্মানি সফরে৷ বার্লিনে ৪ দিন ধরে তিনি চ্যান্সেলার আঙ্গেলা ম্যার্কেল ছাড়াও জার্মানির বেশ কয়েকজন নেতার সঙ্গে মিলিত হয়েছেন৷ পরিবেশমন্ত্রী নর্বাট ব়্যোটগেন, উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল, পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে ছাড়াও তিনি জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ'এর স্পিকার নরবার্ট লামার্ট'এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন৷ দুই পক্ষই ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে৷
জার্মানি ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনাসভাতেও উপস্থিত ছিলেন শেখ হাসিনা৷ বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশ কীভাবে আরও আকর্ষণীয় হয়ে উঠছে, তার ব্যাখ্যা করেন রাষ্ট্রদূত মান্নান৷ এমনকি জার্মানির শিল্প ও বাণিজ্য মহলই স্বতঃস্ফূর্তভাবে এমন মন্তব্য করছে বলে তিনি জানান৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক