ট্রাম্পের বিষয়ে উদ্বিগ্ন নন দলাই লামা
২৩ নভেম্বর ২০১৬দলাই লামা বলেন, ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর ট্রাম্প কী কী পদক্ষেপ নেন তা দেখে বোঝা যাবে তার পরিকল্পনা৷ তবে দলাই লামা ও ট্রাম্পের মধ্যে বৈঠকের কথা রয়েছে কিনা সে ব্যাপারটা এখনো পরিষ্কার নয়৷ দলাই লামা বলেন, ‘‘যুক্তরাষ্ট্র মুক্তচিন্তাকে সম্মান করে৷ তারা ‘মুক্ত বিশ্বে' বিশ্বাসী৷ তাই প্রচারণার সময় ট্রাম্প যেসব বক্তব্য দিয়েছেন তা বিশ্বাস করেননি জনগণ৷'' অথচ ট্রাম্পের সেসব বক্তব্য ছিল মূলত মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে৷
দলাই লামার কাছে মনে হয়েছে ট্রাম্প বাক-স্বাধীনতাকে কাজে লাগিয়ে প্রচারণা চালিয়েছেন৷ কিন্তু এখন যেহেতু ট্রাম্প নির্বাচিত হয়ে গেছেন, তাই বাস্তবতা মেনে তার কাজ করা ছাড়া উপায় নেই৷ তাই এ নিয়ে দলাই লামা উদ্বিগ্ন নন৷
এদিকে, নির্বাচনি প্রচারের সময় জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন তুলে নেয়ার কথা বললেও ডোনাল্ড ট্রাম্প এখন এ বিষয়ে সুর পাল্টেছেন৷ মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্যারিসসহ আন্তর্জাতিক চুক্তিগুলোর বিষয়ে তিনি ‘মুক্ত মন' নিয়ে চিন্তাভাবনা করছেন৷ ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন – মানুষের কার্যকলাপের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ‘কিছু সম্পর্ক' আছে বলে তিনি মনে করেন৷
বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনা, বিলুপ্তির হুমকিতে থাকা প্রাণী ও উদ্ভিদ রক্ষা, খরা, বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে ২০১৫ সালে হওয়া প্যারিস চুক্তিতে দুইশ'র মতো দেশ অনুসমর্থন দিয়েছে৷ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র সমর্থন প্রত্যাহার করে নিলে প্যারিস উদ্যোগ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ জলবায়ু পরিবর্তন বিষয়ক চুক্তির কারণে মার্কিন কোম্পানিগুলোর কত খরচ হবে – মূলত সেটাই তার ভাবনার বিষয়৷
হিলারির ই-মেইল কেলেঙ্কারির বিষয়ে তদন্ত প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘‘আমি হিলারিকে আঘাত করতে চাই না৷ এমনিতেই নানা ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে৷'' আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)