‘রাজনীতি একাডেমিক পরিবেশের ক্ষতি করছে’
২ আগস্ট ২০১৭ডয়চে ভেলের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ইতিহাস বিভাগের বিশিষ্ট এই অধ্যাপক বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের সঙ্গে হাতাহাতি করতে পারেন না৷
একইসঙ্গে তিনি মনে করেন, শিক্ষার্থীরাও শিক্ষকদের গায়ে হাত তুলতে পারেন না৷ উভয় দিক থেকেই বিষয়টি নিন্দনীয়৷ বলেন, এটিই প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের কতটা অবনতি ঘটেছে৷ ‘‘এর একটি বড় কারণ হচ্ছে, গত কয়েক বছরে শিক্ষক নিয়োগ হয়নি৷ দলীয় ভোটার নিয়োগ হয়েছে৷'' বলছিলেন ড. হোসেন৷
গেল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজনের উপাচার্য প্যানেল নির্বাচন করা হয়৷ সেনেটে কোনো শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় এ নির্বাচনের বিরোধিতা করে কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান৷ মল চত্বরের পাশে মূল ফটক বন্ধ থাকায় তা ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন তারা৷ এ সময় শিক্ষকদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে৷ মূল ধারার গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত অনেকগুলো ছবিও প্রকাশিত হয়৷
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাশ বলেন, গত ২৭ বছর ধরে শিক্ষার্থীদের ইউনিয়ন, ডাকসু নির্বাচন বন্ধ৷ অথচ ডাকসুতে নির্বাচিত পাঁচ সদস্যের প্রতিনিধি থাকার কথা সেনেটের এই উপাচার্য প্যানেল নির্বাচনে৷ তাই এই নির্বাচনের উপযোগিতা নিয়ে প্রতিবাদ যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, অথচ এ কারণে শিক্ষকরা ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়েছেন৷
‘‘বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে ডাকসুর বিকল্প নেই৷ সাধারণ শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক৷ অথচ দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা দলে তাদের অবস্থান আরো পাকাপোক্ত করতে এ কাজটি করেছেন৷'' এটা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ‘ভয়ানক' বলে মনে করেন তিনি৷
ড. সৈয়দ আনোয়ার হোসেন মনে করেন, সেনেটে বর্তমান উপাচার্য প্যানেলের নির্বাচন নজিরবিহীনভাবে একটি বেআইনি কাজ৷ ‘‘নিবন্ধিত স্নাতকদের নির্বাচন করা হয়নি৷ ছাত্র প্রতিনিধি নির্বাচিত করা হয়নি৷ কেন করা হয়নি তার ব্যাখ্যা উপাচার্য দেননি, চানওনি৷''
অসম্পূর্ণ সেনেটে উপাচার্য প্যানেল নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কাজটি ১৯৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মূল চেতনার পরিপন্থি বলে মত তাঁর৷
বর্তমান উপাচার্য শুরু থেকেই ‘বেআইনি' কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি৷ বলেন, ‘‘সাড়ে চার বছর সাময়িক নিয়োগে তিনি কাজ করে গেছেন৷ তারপর ২০১৩ সালে একটি লোকদেখানো নির্বাচন করলেন৷ ১০৫ জনের সেনেটে সদস্য ছিলেন মাত্র ২৫ জন৷ এবারো তিনি একই কাজ করলেন৷''
উপাচার্যের মেয়াদ শেষ হবার আগেই এই প্যানেল নির্বাচনেরও সমালোচনা করেন তিনি৷ বর্তমান উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হবে আগামী ২৪ আগস্ট৷
নিবন্ধিত স্নাতক প্রতিনিধি নির্ধারণ না করে সেনেটে উপাচার্য প্যানেল মনোনয়নের এই উদ্যোগ নিয়ে সমালোচনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের মধ্যেই৷ শনিবারের এই সভা আটকাতে হাইকোর্টে রিট আবেদনও করা হয়েছিল৷ স্থগিতাদেশও দিয়েছিলেন আদালত৷ কিন্তু পরে আপিল বিভাগ সভা অনুষ্ঠিত হবার পক্ষে আদেশ দেন৷
আর কোনো প্যানেল না থাকায় বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন মো. আব্দুল আজিজের তিন সদস্যের প্যানেল মনোনীত হয়৷
এ সব বিষয়ে উপাচার্য আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আরেক মেয়াদে তিনি যেন নির্বাচিত না হতে পারেন সেজন্য ষড়যন্ত্র চলছে৷ ‘‘একটা চক্রান্ত হচ্ছে তা তো স্পষ্ট৷ তারা তো আদালতে গেছেন৷ একটা অংশ বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে৷ আইনের ভুল ব্যাখ্যা দিচ্ছে৷ এ বিষয়গুলো আমরা দেখছি৷''
গত ২৭ বছর ধরে ডাকসু নির্বাচন বন্ধ আছে৷ হঠাৎ শনিবার কেন ছাত্রছাত্রীরা সেনেট ভবনের সামনে প্রতিবাদ শুরু করল তা তদন্ত করা হচ্ছে বলে জানান আরেফিন সিদ্দিক৷ ‘‘ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদের সঙ্গে আমাদের প্রায়ই আলোচনা হয়৷ কিন্তু হঠাৎ করে প্যানেল নির্বাচনের দিন তাদের কেন ডাকা হলো, কেন পাঠানো হলো, তা তদন্ত কমিটি দেখবে৷''
‘বহিরাগত' শিক্ষার্থীরাই ঘটনায় জড়িত বলে তিনি দাবি করেন৷ ‘‘ কিছু বহিরাগত স্টুডেন্ট সেখানে আগে থেকেই ছিল৷ তাদের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে৷'' বলছিলেন উপাচার্য৷ তবে বিষয়টি যেহেতু তদন্তাধীন, তাই চট করে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না বলেও জানান৷
ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন অবশ্য উপাচার্যের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন৷ তিনি বলেন, কোনো শিক্ষার্থীই সেদিন বহিরাগত ছিলেন না৷ ‘‘বানোয়াট কথা৷ ওখানে প্রত্যেক ছাত্রছাত্রীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের৷ ৩০ থেকে ৪০ জন ছিল৷'' জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বহিরাগত ছিলেন কোন কোন শিক্ষক৷
তিনি আরো বলেন, ‘‘আমরা কারো পক্ষে বা বিপক্ষে আন্দোলন করছি না৷ আর সেদিনই আন্দোলন করেছি বিষয়টি তাও নয়৷ আমরা ধারাবাহিক আন্দোলন করছি৷ সেদিনের বিষয়টি চোখে পড়েছে সবার৷''
ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে তাতে দলীয় শিক্ষকদেরই রাখা হয়েছে অভিযোগ করে তুহিন বলেন, সেখানে ছাত্র প্রতিনিধি বা দলীয় নন এমন শিক্ষকদের রাখা হয়নি৷ এই কমিটি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তি দিলে তা মানা হবে না বলেও জানান তিনি৷
আপনার কোনো মন্তব্য আছে? জানান নীচের ঘরে৷