1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দানিয়ুবে পানি পরীক্ষা

কেরি স্কাইরিং/এসিবি২৬ সেপ্টেম্বর ২০১৩

নদীর পানি কেমন? ভালো, নাকি মন্দ? কঠিন প্রশ্ন৷ খালি চোখে দেখে তো বলা যায়না, চাই সুদীর্ঘ গবেষণা৷ ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিয়ুবে সে কাজই করছেন বিজ্ঞানীরা৷ দুটো জাহাজ ভাসছে তাঁদের নিয়ে৷ চলছে পানির গুণাগুণ পরীক্ষা৷

https://p.dw.com/p/19oWX
Beschreibung: Scientists on a boat tour of the Danube to test water quality Ort / Datum: River Danube, Vienna, 20 August 2013 Fotograf: Kerry Skyring *** Copyright: Kerry Skyring
ছবি: Kerry Skyring

‘ইন্টারন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য দানিউব' ছয় বছর পর পর পানি নিয়ে গবেষণা করার জন্য পানিতে ভাসায় বিজ্ঞানী বোঝাই জাহাজ৷ এখন চলছে তৃতীয় অভিযান৷ চিফ সায়েন্টিস্ট আগের দুবারের মতো এবারও আছেন বিজ্ঞানীদের দলে৷ তাঁর কাছে দানিয়ুব আরো আগে থেকেই চেনা৷ এ নদীর তীরেই শৈশব কেটেছে, নদীর পানিতে একসময় হুল্লোড় করেছেন বন্ধুদের নিয়ে, এখন করছেন নদীকে কীভাবে নিরাপদ রাখা যায়, এ নদীর পানি এখন কতটা বিশুদ্ধ – সে সব পরীক্ষা করে দেখার কাজ৷

Science ship Istros on the Danube at Vienna.JPG Titel: Wasserqualitätstests auf der Donau in Wien Beschreibung: Scientists on a boat tour of the Danube to test water quality Ort / Datum: River Danube, Vienna, 20 August 2013 Fotograf: Kerry Skyring *** Copyright: Kerry Skyring
জাহাজ ভাসছে বিজ্ঞানীদের নিয়ে, চলছে পানির গুণাগুণ পরীক্ষাছবি: Kerry Skyring

জাহাজ দুটো যেন আস্ত দুটো পরীক্ষাগার৷ মাইক্রোস্কোপের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হয় বিজ্ঞানীদের৷ শুধু কি পানি নিয়ে পরীক্ষা? নদীতে ভাসমান বা নদীর নীচের অনেক দৃশ্যমান এবং আণুবীক্ষণিক বস্তুও চলে আসে ভাসমান ল্যাবরেটরিতে৷ মাছের যকৃতও পরীক্ষা করতে হয় তাঁদের৷ পরীক্ষা শেষ হলে সেই মাছ আবার ফিরে যায় দানিয়ুবের বুকে৷ গবেষণাগারে আসা এবং তারপর ফিরে যাওয়া – এই সময়ের মাঝে মাছের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য মাছ ধরার এক বিশেষ উপায় উদ্ভাবন করেছেন হাঙ্গেরির বিজ্ঞানীরা৷ ওভাবে মাছ ধরাকে তাঁরা বলছেন ‘ইলেক্ট্রো ফিশিং'৷ সব মিলিয়ে দানিয়ুবের বুকে চলছে পানি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এক এলাহি কাণ্ড৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য