দানিয়ুবে পানি পরীক্ষা
২৬ সেপ্টেম্বর ২০১৩‘ইন্টারন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য দানিউব' ছয় বছর পর পর পানি নিয়ে গবেষণা করার জন্য পানিতে ভাসায় বিজ্ঞানী বোঝাই জাহাজ৷ এখন চলছে তৃতীয় অভিযান৷ চিফ সায়েন্টিস্ট আগের দুবারের মতো এবারও আছেন বিজ্ঞানীদের দলে৷ তাঁর কাছে দানিয়ুব আরো আগে থেকেই চেনা৷ এ নদীর তীরেই শৈশব কেটেছে, নদীর পানিতে একসময় হুল্লোড় করেছেন বন্ধুদের নিয়ে, এখন করছেন নদীকে কীভাবে নিরাপদ রাখা যায়, এ নদীর পানি এখন কতটা বিশুদ্ধ – সে সব পরীক্ষা করে দেখার কাজ৷
জাহাজ দুটো যেন আস্ত দুটো পরীক্ষাগার৷ মাইক্রোস্কোপের সামনে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতে হয় বিজ্ঞানীদের৷ শুধু কি পানি নিয়ে পরীক্ষা? নদীতে ভাসমান বা নদীর নীচের অনেক দৃশ্যমান এবং আণুবীক্ষণিক বস্তুও চলে আসে ভাসমান ল্যাবরেটরিতে৷ মাছের যকৃতও পরীক্ষা করতে হয় তাঁদের৷ পরীক্ষা শেষ হলে সেই মাছ আবার ফিরে যায় দানিয়ুবের বুকে৷ গবেষণাগারে আসা এবং তারপর ফিরে যাওয়া – এই সময়ের মাঝে মাছের যাতে কোনো ক্ষতি না হয় সে জন্য মাছ ধরার এক বিশেষ উপায় উদ্ভাবন করেছেন হাঙ্গেরির বিজ্ঞানীরা৷ ওভাবে মাছ ধরাকে তাঁরা বলছেন ‘ইলেক্ট্রো ফিশিং'৷ সব মিলিয়ে দানিয়ুবের বুকে চলছে পানি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার এক এলাহি কাণ্ড৷