1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি ইস্যুতে সরকার বনাম আন্নার লড়াই জারি

২৩ আগস্ট ২০১১

দুর্নীতি ইস্যুতে আন্না হাজারের অনশনের অষ্টম দিনেও যুযুধান দুপক্ষের মধ্যে সরকারিভাবে আলোচনা এখনো শুরু হয়নি, তবে আলোচনার প্রস্তুতি চলেছে৷ উভয় পক্ষ আলোচনার জন্য তৈরি৷ এই ইস্যু নিয়ে আজ সংসদ তোলপাড়৷

https://p.dw.com/p/12LzT
A supporter wears a picture of Indian rights activist Anna Hazare at the site where he was detained prior to beginning a hunger strike in New Delhi, India, Tuesday, Aug. 16, 2011. The prominent activist who had announced an indefinite hunger strike to demand tougher anti-corruption laws was detained early Tuesday morning, police said. (AP Photo/Manish Swarup)
ছবি: AP

আন্না হাজারের অনশনজনিত পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে মনমোহন সিং সরকার কিভাবে অচলাবস্থা কাটানো যায় তা নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন৷ বিভিন্ন সমাধান সূত্র খতিয়ে দেখেন তাঁরা যাতে সরকারের তরফে কাউকে প্রতিনিধিত্ব করতে পাঠানো যায়৷

অনশনের অষ্টম দিনে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের প্রাণপুরুষ হয়ে ওঠা আন্না হাজারে আজ তাঁর অনশন মঞ্চ থেকে বলেন, ৩০শে অগাস্টের মধ্যে লোকপাল বিল সম্পর্কে তাঁদের বক্তব্যে সংসদ যদি কান না দেয়, তাহলে সাংসদদের বাসভবনের সামনে হাজার হাজার সমর্থক ধর্ণা দেবে৷ কারণ তাঁর মতে, সরকার প্রথম থেকেই কড়া লোকপাল বিল নিয়ে নাগরিক সমাজকে ধোঁকা দিয়ে আসছে৷ সাংসদদের সেই বিলই পাশ করতে হবে যা আমজনতা চায়, এমনই দাবি তাঁর৷ অনশনের অষ্টম দিনে আন্নার শারীরিক অবস্থা মোটামুটি ঠিক আছে৷ তবে ওজন সাড়ে পাঁচ কিলো কমে গেছে৷

Indian social activist Anna Hazare, gestures as he addresses a press conference in New Delhi, India, Sunday, Aug. 14, 2011 . The 73-year-old rights activist plans to resume his hunger strike from Aug. 16 to pressure the Indian government after it reneged on a promise to enact strong legislation for an anti-corruption watchdog. Hazare and his supporters have been demanding that actions of Prime Minister, lawmakers and top judges should be brought within the purview of the watchdog. (Foto:Mustafa Quraishi/AP/dapd)
আন্না হাজারেছবি: AP

আন্না দলের প্রধান সদস্য অরবিন্দ কেজরিয়াল বলেন, আন্না আলোচনায় রাজি যদি সরকার কাউকে প্রতিনিধি করে পাঠায়৷ তাঁদের প্রস্তাব দুটি৷ হয় সরকারের লোকপাল বিল সংসদ থেকে তুলে নেয়া হোক নাহয়, নাগরিক সমাজের আনা জন লোকপাল বিলের সংস্থানগুলি তাতে অন্তর্ভুক্ত করা হোক৷ জন লোকপাল বিলের কোন কোন ধারাগুলি সরকারের কাছে গ্রহণযোগ্য এবং কোন কোনগুলি অগ্রহণযোগ্য তার একটা তালিকা প্রকাশ করা হোক৷ আইনমন্ত্রী সলমন খুরশীদ সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী এই ইস্যুতে আরো বৃহত্তর সহমতের পক্ষপাতী৷ কিন্তু বিতর্ক চলে গেছে ভিন্ন পথে৷

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে আজ সংসদ উত্তাল৷ বিরোধীদের দাবি, প্রশ্নোত্তর পর্ব স্থগিত রেখে দুর্নীতি ইস্যু নিয়ে আলোচনা হোক৷ বিরোধী নেত্রি সুষমা স্বরাজের অভিযোগ, সরকারের আনা লোকপাল বিল বস্তাপচা, নখদন্তহীন৷ সাংসদদের তুমুল হৈ হট্টগোলে সভার অধিবেশন আজ সারা দিনের জন্য মুলতুবি রাখতে হয়৷

আজ বৃষ্টির দরুণ দিল্লির রামলীলা ময়দানে মানুষের ভিড় কিছুটা কম৷ তবে আন্নার দুর্নীতি বিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে৷কেউ কেউ আন্নার মধ্যে দেখছেন মহাত্মা গান্ধীর ছায়া৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য