আন্না হাজারের আন্দোলনের দোলা বাংলাদেশেও
২২ আগস্ট ২০১১সুশীল সমাজের প্রতিনিধি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন আন্না হাজারের এই কর্মসূচির প্রতি ভারতের সব শ্রেণির মানুষের অভূতপূর্ব সমর্থন সাধারণ মানুষের দুর্নীতি বিরোধী মনোভাবেরই বহি:প্রকাশ৷ তারা তাকে কেন্দ্র করে পুরো ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করছে৷
তিনি মনে করেন দুর্নীতি সমাজ ব্যবস্থার কোন ব্যাধি নয়৷ এটি হল ব্যাধির বাহ্যিক রূপ৷ তাই ব্যবস্থায় পরিবর্তন না আনলে দুর্নীতি রোধ করা সম্ভব নয়৷
আর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মনে করেন রাজনৈতিক সমর্থনের অভাবে বাংলাদেশে ভারতের মত দুর্নীতি বিরোধী আন্দোলন গড়ে উঠছে না৷ সরকারি দল তো নয়ই, বিরোধী দলও এক্ষেত্রে তেমন কোন তৎপরতা দেখায় না৷
তিনি বলেন নির্বাচনী ইশতেহারে সরকারি এবং বিরোধী, উভয় দলই দুর্নীতি দমনের অঙ্গীকার করেছে৷ কিন্তু বাস্তবে এখন দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা কমানোর চেষ্টা চলছে৷ আর সংবিধানে ন্যায়পাল নিয়োগের কথা থাকলেও তা এখনো করা হয়নি৷
তারা মনে করেন দুর্নীতির বিরুদ্ধে, শক্তিশালী লোকপাল বিলের জন্য ভারতের মানুষ আন্না হাজারেকে যেভাবে সমর্থন করছে তা থেকে আমাদেরও শিক্ষা নেয়ার আছে৷ দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় সরকার ও বিরোধী দলকে কাজ করতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী