1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো হিন্দুদের বাড়িতে আগুন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ নভেম্বর ২০১৬

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাত্র পাঁচদিনের মাথায় আবারো হিন্দুদের বাড়ি ও মন্দিরে আগুন লাগানো হয়েছে৷ বৃহস্পতিবার গভীর রাতে দুবৃত্তরা আগুন দেওয়ার পাশাপাশি বাড়ি-ঘরে হামলাও চালায়৷ পুড়িয়ে দেয় একটি প্রতিমা৷

https://p.dw.com/p/2SAci
Bangladesch Vandalismus an Tempeln in Brahmanbaria
ছবি: bdnews24.com

দুর্বৃত্তরা পাঁচটা বাড়ি এবং একটি মন্দিরে আগুন দেয়৷ আর সেই আগুনেই পুরোপুরি ভস্মিভূত হয়ে যায় বাড়ি ও মন্দির৷ বলা বাহুল্য, এ সব ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রী ছায়েদুল হকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে৷

এর আগে গত রবিবার এক হিন্দু যুবকের বিরুদ্ধে একটি ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে একই এলাকার শতাধিক বাড়ি, ১০টি মন্দির এবং প্রতিমা ভাঙচুর করা হয়৷ তখন ঐ এলকার সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ‘‘কিছুই হয়নি, কয়েকটি মন্দিরে ভাঙচুর হয়েছে৷'' সে সময় তিনি আক্রান্ত হিন্দুদের গালাগালও করেন৷

Sp Mizanur Rahman - MP3-Stereo

প্রথম হামলার সময় মন্ত্রী এলকায় না থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি এলাকায় থাকা অবস্থায়ই হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়৷ এরপরও বার বার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷ তাঁর ব্যক্তিগত সহকারী মিজানুর রাহমান জানান, ‘‘তিনি আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন৷ তবে এখন ব্যস্ত আছেন৷''

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পর নাসিরনগরের নমশুদ্র পাড়া, বণিক পাড়া ও ঠাকুর পাড়ায় পাঁচটি ঘর এবং দাসপাড়ার গোবর্ধন দাসের বাড়িতে থাকা দুর্গামন্দিরে আগুন দেয় দুর্বৃত্তরা৷ এ সময় এলাকাবাসী ঘুমাচ্ছিল বলে জানা গেছে৷ ফলে কাউকেই চিনতে পারেননি তাঁরা৷

নমশুদ্র পাড়ার ফুল কিশোর সরকার সংবাদমাধ্যমকে জানান, ‘‘গভীর রাতে আমার বাড়ির একটি গোয়াল ঘরসহ দু'টি ঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা৷''

বণিক পাড়ার পুতুল দেব বলেন, ‘‘হঠাৎ করে রাত তিনটার দিকে দেখি আমাদের বসত ঘরের পাশের ঘরে দাউ-দাউ করে আগুন জ্বলছে৷ এ অবস্থা দেখে চিৎকার শুরু করলে এলাকার লোকজন ঝাঁপিয়ে পরে আগুন নেভায়৷''

Kajol Debnath-2 - MP3-Stereo

এদিকে দাসপাড়ার গোবর্ধন দাস জানান, ‘‘আমার বাড়ির একমাত্র দুর্গা মন্দিরটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা৷ এতে আমার হৃদয় ভেঙে গেছে৷''

এই ঘটনার পর নাসিরনগরের হিন্দু বসতিতে আবার নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘বৃহস্পবিারের রাতের ঘটনা হামলা নয়, কে বা কারা রাতের অন্ধকারে গোয়ালঘরে আগুন দিয়েছে৷ এ সব ঘটনায় আতঙ্কিত হওয়া স্বাভাবিক৷ আমরা অতিরিক্ত ‘ফোর্স' মোতায়েন করেছি৷''

রবিবারের হামলার তদন্তের ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘‘আমরা কয়েকজনকে আটক করেছি৷ এখন ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে৷''

বৃহস্পতিবার রাতে আক্রান্তরা জানান, ‘‘রবিবারের হামলার পর হিন্দু বসতিতে নিরাপত্তার জন্য কিছু পুলিশ ফোর্স দেয়া হলেও বৃহস্পতিবার রাতে আগুন দেয়ার সময় তাদের দেখা যায়নি৷''

নাসিরনগরের এমপি এবং  মৎস্যমন্ত্রী ছায়েদুল হক হিন্দুদের নিরপত্তার উদ্যোগ না নিয়ে উল্টো তাদের হুমকি ধামকি দিচ্ছেন বলে বুধবার ডয়চে ভেলের কাছে অভিযোগ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য কাজল দেবনাথ৷ তিনি অভিযোগ করেন, ‘‘মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেন, সাংবাদিকরা বাড়াবাড়ি করছে৷ আমাদের লোকজন গেলে বলেন...‘বাচ্চা'... (মালাউনের বাচ্চা)৷''

Adesh Chandra Dev - MP3-Stereo

তবে মন্ত্রী ছায়েদুল হক শুক্রবার রাতে টেলিফোনে দাবি করেন, ‘‘আমি হিন্দুদের মালাউনের বাচ্চা বলিনি। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কতিপয় নেতা অপপ্রচার চালাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি, যারা এটা বলছে তারা প্রমাণ করুক...।’’

এদিকে বারবার হামলার প্রতিবাদে নাসিরনগরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে শুক্রবার মানববন্ধন করা হয়৷ পরিষদের সভাপতি আদেশ চন্দ্র দেব ডয়চে ভেলের কাছে অভিযোগ করেন, ‘‘মানববন্ধন না করার জন্য একাধিকবার হুমকি দেওয়া হয়েছে৷ শুধু হুমকি নয় বাধাও দেয়া হয়েছে৷ মন্ত্রীর লোকজন প্রতিবাদ সমাবেশে আসতে বাধা দিয়েছেন৷ মন্ত্রী আমাদের নানা ভাষায় গালাগালও করেছেন৷''

তিনি বলেন, ‘‘হিন্দু পল্লীতে নিরাপত্তা পর্যাপ্ত নয়৷ শুধু মন্দিরে পুলিশ দেয়া হয়েছে, বসতিতে পুলিশ নাই৷ আর ঊর্ধ্বতন কর্তাদের আনাগোনা বেড়েছে৷''

বন্ধু, আপনাদের মধ্যে কেউ কি ঐ এলাকায় আছেন? জানান আপনার অভিজ্ঞতা, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য