নির্দলীয় সরকার
১২ মার্চ ২০১২আজ ঢাকায় প্রধান বিরোধী দলের মহাসমাবেশ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে৷ এই মহাসমাবেশে বিরোধী দল সারাদেশ থেকে ঢাকায় লোক সমাগমের ঘোষণা দিয়েছে আগে থেকেই৷ বিপরীতে সরকার নাশকতার আশঙ্কায় নিয়েছে ব্যবস্থা৷ আর সরকারেরও আছে একাধিক কর্মসূচি৷ ফলে সরকারি ও বিরোধী দল মুখোমুখি অবস্থানে৷ যা শক্তি দেখানোর মহড়ায় পরিণত হয়েছে৷ এই পরিস্থিতিকে দেশের গণতন্ত্রের জন্য অশুভ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তিনি ডিডাব্লিউ’কে জানান, এখনই নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা উচিত৷ আর এনিয়ে একাধিক ফর্মূলা আসতে পারে৷ কিন্তু এই আলোচনা শুরু না করলে সঙ্কট আরো ঘনীভূত হবে৷ রাজনৈতিক সংঘাত আরো বাড়বে৷
ড. ইমতিয়াজ বলেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার নিয়ে বিরোধী দলের দাবির প্রতি সরকার যদি একমত হয় তাহলে আলোচনা তারাই শুরু করতে পারেন৷ কারণ সরকারি দল ছাড়া তা সংসদে পাশ হবেনা৷ তখন দেখার বিষয় হবে বিরোধী দল সরকারের উদ্যোগে কতটা সাড়া দেয়৷ আর এই আলোচনার শুরুটা সংসদে বা সংসদের বাইরেও হতে পারে৷
তিনি বলেন, সংসদ ছেড়ে সাংবিধানিক সমস্যার সমাধান যেমন রাজপথে সম্ভব নয়, তেমনি বিরোধী দলকে রাজপথে ঠেলে দেয়ার কোন কারণও তৈরি করা উচিত নয়৷ তার মতে মিছিল সমাবেশ রাজনৈতিক অধিকার৷ সেই অধিকার থেকে যেমন কোন রাজনৈতিক দলকে বঞ্চিত করা যাবেনা৷ আবার মিছিল সমাবেশ যারা করবেন তাদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম