1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুখ্য ভূমিকায় থাকছেন না পেট্রি

২০ এপ্রিল ২০১৭

অনেক জার্মানের কাছে ফ্রাউকে পেট্রি হচ্ছেন দেশটির ডানপন্থি পপুলিজমের প্রতীক৷ অথচ বুধবার তিনি জানিয়ে দিলেন, জার্মানির আসন্ন সংসদ নির্বাচনে নিজ দলের শীর্ষ প্রার্থী হিসেবে অংশ নিতে চান না তিনি৷

https://p.dw.com/p/2baDE
Deutschland Frauke Petry, AfD
ছবি: Getty Images/AFP/J. MacDougall

জার্মানির ডানপন্থি পপুলিস্ট অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের কো-চেয়ারম্যান এবং দলের সবচেয়ে পরিচিত মুখ ফ্রাউকে পেট্রি দলের মুখ্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে কার্যত এক বোমা ফাটিয়েছেন৷ ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি পরিষ্কারভাবে তাঁর এই অনীহার কথা প্রকাশ করেন৷ তিনি আরো বলেন যে, এএফডি-র মতো একটি দল, নির্বাচনে অংশ নিলেও যাদের শেষ পর্যন্ত বিরোধী দলের সঙ্গে জোট করা ছাড়া গতি নেই, তাদের আদৌ কোনো মুখ্য প্রার্থীর দরকার আছে কিনা – তা নিয়ে সন্দিহান তিনি৷ তবে আগামী সপ্তাহান্তে কোলনে দলটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি৷

কিছুদিন আগে নির্বাচনকে সামনে রেখে দলের ভবিষ্যত নির্ধারণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রেখে নিজ দলের মধ্যে সমালোচিত হন পেট্রি৷ এরপর তাঁকে দলের মধ্যেই কিছুটা বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করা হয়৷ তাঁর প্রস্তাব দৃশ্যত দলের শীর্ষ নেতাদের মধ্যকার ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বকে আরো উসকে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

পেট্রির দলের অনেকে মনে করেন, তিনি এতটাই মূলধারার রাজনীতি করতে চাইছেন এবং ক্ষমতার জন্য ক্ষুধার্ত যে, দলের অভিবাসী-বিরোধী, এমনকি ইইউ-বিরোধী শক্ত অবস্থান থেকেও সরে আসতে চাইছেন তিনি৷ তা-ও আবার অপেক্ষাকৃত মডারেট ভোটারদের সমর্থন পেতে৷

ভিডিও বিবৃতিতে নিজের প্রস্তাব নিয়েও কথা বলেছেন এএফডি-র এই পরিচিত মুখ৷ দলের ডেলিগেটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আমার প্রস্তাবের সমালোচকরা বলতে চাচ্ছেন যে, আমি দলকে দুই ক্যাম্পে বিভিক্ত করে ফেলছি৷ অন্যরা ভয় পাচ্ছেন যে, গণতান্ত্রিক পন্থায় নির্ধারিত একটি সর্বজনীন কৌশল দলের কিছু অংশকে এবং দলের অবস্থানকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে৷''

পেট্রি দাবি করেন, ভবিষ্যতে জার্মানির অন্যতম বড় রাজনৈতিক দল সিডিইউ-এর সঙ্গে তিনি জোট বাঁধতে পারেন, এমনটা যাঁরা বলছেন, তাঁরা ঠিক বলছেন না৷

উল্লেখ্য, ৪১ বছর বয়সি ফ্রাউকে পেট্রি এই মুহূর্তে অন্তঃসত্ত্বা৷ এ রকম অবস্থায় দলের নির্বাচনি প্রচারণায় পর্যাপ্ত সময় দেওয়া হয়ত তাঁর পক্ষে সম্ভব নয়৷ এছাড়া এএফডি-র শীর্ষ প্রার্থী হিসেবে সরে গেলেও দলে নিজের অবস্থান থেকে সরার কোনো ঘোষণাও দেননি জার্মানির এই উঠতি রাজনীতিবিদ৷

জেফারসন চেস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য