1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়াবহ পরিস্থিতির দিকে গাজা

২৯ জুলাই ২০১৪

ঈদ মানেই আনন্দ এবং শান্তি৷ কিন্তু এবারের ঈদ গাজার মানুষদের জন্য কোনো শান্তি বয়ে আনেনি৷ ঈদের ২৪ ঘণ্টা না পেরোতেই প্রাণ নিয়ে ছুটছেন গাজার মানুষ৷

https://p.dw.com/p/1Cl1p
Gaza Bombardierung Israel Raketen
ছবি: picture alliance/dpa

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইসরায়েলের প্রস্তুত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু৷ তার এই মন্তব্যের পরপরই মঙ্গলবার গাজার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী৷ এর মাধ্যমে ২২ দিন ধরে চলা গাজা যুদ্ধ সহসা বন্ধ হওয়ার সম্ভাবনা মিলিয়ে গেছে৷ সোমবার রাত থেকে দফায় দফায় হামলা চলছে গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে৷ মঙ্গলবার ভোরে অন্তত ১৫০টি স্থানে বিমান হামলা চালানো হয়েছে৷ এতে নিহত হয়েছে ১৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন অর্ধশতাধিক৷ এদের মধ্যে নয় জনই একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন৷ বাকিরা একই পরিবারের সাত সদস্য, যাদের বাড়িতে গোলা আঘাত হানে৷

সোমবার গাজায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালিত হয়৷ ওই দিনটি হামলা বন্ধ রাখা হলেও দিনটি পার হতে না হতেই আবার হামলা শুরু হয়ে গেছে৷ মঙ্গলবার ভোররাতে গাজার হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল৷ ইসরায়েলি জঙ্গি বিমান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে কেউ হতাহত না হলেও বাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ আর ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই৷ তবে বিষয়টা খোঁজ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷

হামাসের দাবি তাদের পরিচালিত আল আকসা টিভি ও আল আকসা রেডিও দপ্তরেও হামলা চালানো হয়েছে৷ হামলার পর টেলিভিশন স্টেশনের সম্প্রচার অব্যাহত থাকলেও রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়৷

সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘‘আমরা মিশন শেষ করবো না, গাজার সুড়ঙ্গগুলো নিষ্ক্রিয় করা না পর্যন্ত আমরা অভিযান বন্ধ করবো না, আমাদের নাগরিকদের, আমাদের শিশুদের ধ্বংস করাই এসব সুড়ঙ্গ তৈরির একমাত্র উদ্দেশ্য৷ দীর্ঘমেয়াদি অভিযান চালানোর জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার৷ আমাদের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত শক্তি প্রয়োগ করা অব্যাহত রাখবো আমরা৷''

ইসরায়েলের হামলায় এক হামাস নেতার বাড়ি এখন ধ্বংসস্তুপ
ছবি: Reuters

তিন সপ্তাহ ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত ১,১২০ জন গাজাবাসী নিহত হয়েছেন যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ এবং অন্তত দুই শতাধিক শিশু৷ অপরদিকে ইসরায়েলের পক্ষে ৫৩ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ৫১ জনই সেনা সদস্য৷

সুড়ঙ্গের ইসরায়েলি সেনা নিহত

সুড়ঙ্গের মাধ্যমে গাজা থেকে ইসরায়েলে উপস্থিত হয়ে বন্দুক লড়াইয়ে পাঁচ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে গাজার যোদ্ধারা৷ সোমবার গাজা ভূখণ্ডের সীমান্তের কাছে ইসরায়েলের নাহাল ওজ এলাকায় এ ঘটনা ঘটে বলে মঙ্গলবার জানিয়েছে হামাস৷

এদিকে, এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘‘গাজা থেকে নাহাল ওজ পর্যন্ত সুড়ঙ্গ ব্যবহার করে আসা সন্ত্রাসীদের একটি হামলা প্রচেষ্টা প্রতিহত করার সময় লড়াইয়ে ওই সেনারা নিহত হয়েছেন৷'' ৩১টি সুড়ঙ্গের মধ্যে ১৭টি তারা উড়িয়ে দিয়েছে বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনীর৷

বান কি মুনের আহ্বান

জাতিসংঘ মহাসচিব বান কি মুন নিউ ইয়র্কের জাতিসংঘ দপ্তরে সাংবাদিকদের বলেছেন, ‘‘ইসরায়েলি সেনারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়ার জন্য ফিলিস্তিনিদের লিফলেট বিতরণ করছেন৷ কিন্তু নিজের ঘর ছেড়ে যাওয়াটা ফিলিস্তিনিদের জন্য আরো ভয়াবহ পরিস্থিতি৷ কারণ এই বিপুল পরিমাণ শরণার্থীদের সাহায্য দেয়ার মতো সামর্থ্য জাতিসংঘের নেই৷'' তিনি বলেছেন এই বিভৎস আগ্রাসন অবিলম্বে বন্ধ করা উচিত৷

গাজায় ১৮ লাখ মানুষের বাস, যাদের মধ্যে ১ লাখ ৬৭ হাজার মানুষই এখন গৃহহীন হয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

ইসরায়েলের পাশে রিপাবলিকান

পুরো বিশ্ব যখন গাজায় ইসরায়েলি হামলার নিন্দা করছে, তখন যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা ইসরায়েলকে অভিযান বন্ধ করতে চাপ না দেয়ার জন্য ওবামা প্রশাসনকে আহ্বান জানিয়েছে৷ কেন ওবামা প্রশাসন গাজার মানুষদের রক্ষায় পদক্ষেপ নিচ্ছে তারও সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা৷

হাউজ স্পিকার জন বোয়েনার সোমবার বলেছেন, ‘‘এখন সব মানুষ ইসরায়েলকে একঘরে করে ফেলতে চাচ্ছে৷ আমরা চাই ইসরায়েলের পাশে দাঁড়াতে, কেবল পর্যবেক্ষক হিসেবে নয়, একজন প্রকৃত বন্ধু হিসেবে৷'' এই সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ২২৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবটি নিয়ে আলোচনা করেন৷ তবে এ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে ব্যাপক মতভেদ ও বাকবিতণ্ডা হয়৷ গত সপ্তাহে নেতানিয়াহুর সাথে আলোচনায় ওবামা যে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিলেন সেটারও সমালোচনা করেছেন রিপাবলিকান সেনেটররা৷ রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘‘অস্ত্রবিরতি মানেই হামাস পূর্ণোদ্যমে তাদের রকেটগুলোকে স্থাপন করে ইসরায়েলে হামলা শুরু করবে৷'' জাতিসংঘ মহাসচিব বান কি মুন ইসরায়েলের আচরণের নিন্দা জানালে রিপাবলিকান বেশ কয়েকজন সিনেটর জাতিসংঘে একটি চিঠি লিখেছেন, যার বক্তব্য, হামাস গাজার সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে৷

Palästinenser Israel Gaza Mädchen nach Luftangriff in Gaza City
আতঙ্কে কাঁদছে এক ফিলিস্তিনি কিশোরীছবি: Reuters

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েল ও হামাসের মধ্যে সংকট সমাধানের জন্য আলোচনার চেষ্টা অব্যাহত রেখেছেন৷

ইরানের শীর্ষ ধর্মীয় নেতার আহ্বান

ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি ইসরায়েল গণহত্যায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন৷ মঙ্গলবার ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেয়া এক বক্তব্যে তিনি সমগ্র মুসলিম জাতিকে ফিলিস্তিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানান৷

গাজা থেকে ইসরায়েলে হামাস রকেট হামলা চালাচ্ছে-এই কথা বলে ৮ জুলাই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল৷ পরে গাজায় হামাসের খোড়া সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার নির্দেশ দিয়ে স্থল অভিযানে নামে ইসরায়েলের সেনাবাহিনী৷

এপিবি/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য