পপুলার হিসেবে বিনোদনকে বিচার করা ঠিক না: অমিতাভ রেজা
২২ মে ২০২০ভাইরাসের বিস্তার রোধে দেশ লকডাউন, কর্মহীন মানুষ, বিপর্যস্ত অর্থনীতি, অন্ধকার ভবিষ্যৎ, স্বাস্থ্যখাতের চরম বিশৃঙ্খল অবস্থা, মৃত্যুভয়, প্রিয়জনকে হারানোর আতঙ্ক ইত্যাদি থেকে সরে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিতে এ সময় মানুষ বিনোদন জগতে আশ্রয় খোঁজে৷ তাই তো নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের মতো প্রতিষ্ঠানে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে৷
কিন্তু বাংলাদেশে সেই বিনোদন নিয়েও আছে নানা মত৷ একজনের কাছে যা বিনোদন, অন্যজনের কাছে তা হয়ত চরম বিরক্তিকর বিষয়৷ একজন যেটাকে নিছক বিনোদন বলছেন, অন্যজন সেটাকে রীতিমতো হুমকি মনে করছেন৷
সেক্ষেত্রে বিনোদন আসলে কী? বিনোদন কি কৌতুক, দুঃখ না শিক্ষা; নাকি এর চাইতেও বিস্তৃত অর্থের কিছু৷ বিনোদন মানে কি সৃজনশীলতা, নাকি শুধুই অর্থ?
এসব নিয়ে কথা বলতে ডয়চে ভেলের ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ হাজির হন চলচ্চিত্র পরিচালক ও বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং ইউটিউব তারকা সালমান মুক্তাদির৷
অমিতাভ রেজা বলেন, ‘‘আমরা যা করি তার সবই আসলে বিনোদনের জন্য করি৷ তবে আমি কোনো কাজ করার সময় বিনোদন কতটা দিতে পারবো সেটা ভাবি না৷ আমার যে গল্পটা বলতে ভালো লাগে আমি সেটাই বলতে চাই৷ আমি মানুষের কাছে গল্পের ইমোশনটা পৌঁছাতে চাই৷ আর যে-কোনো ধরনের ইমোশন ইভোক করাই বিনোদন৷
বিনোদন হাসি, কান্না বা বিরহ হতে পারে৷ সেটাতে দর্শক বিনোদিত হবে কিনা বা পছন্দ করবে কিনা আমি সেটা ভাবি না৷ কারণ, পপুলার মানেই ভালো কিছু না৷ পপুলার হিসেবে বিনোদনকে বিচার করা ঠিক না৷ বরং সৃজনশীলতার উপর বিচার করা উচিত৷ যে কাজটি করছেন, যে পরিচালক কোনো কাজ করছেন, তার দায়িত্ব হলো কাজটা সৃজনশীলভাবে করা৷’’
সৃজনশীলতার প্রশ্নে বাংলাদেশের অনেকে সালমান মুক্তাদিরকে সৃজনশীল ব্যক্তি মনে করেন না৷ অথচ তিনি বাংলাদেশে তুমুল জনপ্রিয়৷ তার এক শ্রেণির দর্শক রয়েছেন, যারা ইউটিউবে তার ভিডিওগুলো দেখেন৷ ওইসব ভিডিওর জন্য সালমান দারুণভাবে সমালোচিতও৷
এ প্রসঙ্গে সালমান মুক্তাদির বলেন, ‘‘আমি অবশ্যই নিজেকে একজন সৃজনশীল মানুষ মনে করি৷ নিজেকে সৃজনশীল মনে না করলে আমি আমার কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবো না৷
‘‘আমি গণমানুষের জন্য কনটেন্ট বানাই না৷ আমার এক শ্রেণির দর্শক আছে, তাদের জন্যই আমি ভিডিও বানাই৷ জানি মানুষ গালি দিবে, তারপরও সমাজের প্রচলিত প্রথা আমি ভাঙতে চাই৷ এটাই আমার প্যাশন৷’’
শিক্ষার অভাবে বাংলাদেশের মানুষ সৃজনশীল হয়ে গড়ে উঠছেন না বলে মনে করেন অভিতাভ রেজা৷
বলেন, ‘‘আমাদের মোট বাজেটের খুব সামান্য অংশই শিক্ষাখাতে ব্যয় হয়৷ যেদেশে শিক্ষাখাতের এ অবস্থা সে দেশে সৃজনশীল জাতি গড়ে তোলা কঠিন৷’’
দেশে এখন বাকস্বাধীনতা একেবারে নেই বলেও দুই বক্তা মনে করেন৷
এসএনএল/এসিবি
গত ডিসেম্বরের ছবিঘর দেখুন...