পোশাক কারখানা
২৭ জানুয়ারি ২০১৩ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট ফ্যাশনস নামের যে পোশাক কাখানায় আগুন লেগে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন, তার কোন ধরনের অনুমোদনই নেই৷ কারখানাটি বিজিএমইএ থেকে অনুমোদন নেয়নি৷ ফায়ার লাইসেন্সতো দূরের কথা, কোন ফায়ার সিস্টেমই নেই৷ কারখানা পরিদপ্তরও জানেনা কারখানাটির খবর৷ আর একারণে কারখানার ৩ পরিচালকসহ আজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে৷
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম রনি ডয়চে ভেলেকে জানান, ঢাকা এবং ঢাকার বাইরে এরকম ব্যাঙের ছাতার মতো আরো অনেক অবৈধ পোশাক কারখানা গড়ে উঠেছে৷ যারা সাবকন্ট্রাক্টে কাজ করে৷
তিনি বলেন, এর দায় সরকার বা বিজিএমইএ এড়াতে পারেনা৷ কারণ এই সব অবৈধ প্রতিষ্ঠান যাতে গজিয়ে উঠতে না পারে তা দেখার দায়িত্ব তাদের৷ তিনি অভিযোগ করেন, বৈধ পোশাক কারাখানার একশ্রেণির মালিকই এসব অবৈধ কারাখানা টিকিয়ে রাখতে সহায়তা করেন৷ কারণ তারা ক্রেতাদের কাছ থেকে অর্ডার নিয়ে কম খরচে অবৈধ কারাখানায় তা তৈরি করে৷
সিরাজুল ইসলাম জানান, সরকার তাজরীন ফ্যাশনের আগুনের পর কার্যকর ব্যবস্থা নিলে মোহাম্মদপুরে স্মার্ট ফ্যাশানস-এর ঘটনা ঘটতনা৷ আর অবৈধ পোশাক কাখানার কথা তারা বার বার সরকারকে জানিয়েছেন৷ কিন্তু সরকার তা বন্ধে ব্যবস্থা নেয়নি৷