হামিদ মীর এ কী করলেন!
১৯ জুন ২০১৭তবে ছবি দু'টো অনেক পুরনো৷
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে পাকিস্তানের বিজয়কে ঐতিহাসিক বলা চলে৷ গত কয়েকবছর ধরে পাকিস্তানে কোন দেশ ক্রিকেট খেলতে যাচ্ছে না৷ সে দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে কয়েকবার৷ ক্রিকেট ব়্যাকিংয়েও সে দেশের পরিস্থিতি বেশ নাজুক৷ এ রকম অবস্থা থেকে আইসিসির একটি আসরে চ্যাম্পিয়ন হওয়াটা নিঃসন্দেহে এক বড় অর্জন৷
গতকালের এই খেলা নিয়ে ইতোমধ্যে নানা ধরণের প্রতিক্রিয়া দেখা গেছে৷ বিশেষ করে ভারতের অধিনায়ক বিরাট কোহলি টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ায় তাঁর সমালোচনা হচ্ছে বেশি৷ আর পাকিস্তান শুরুতে ব্যাট করে ৩৩৮ রান করার পেছনে ভাগ্যের সহায়তাও ছিল কিছুটা৷ সে ম্যাচে একমাত্র সেঞ্চুরিয়ান ফখর জামান ১১৪ রান করতে গিয়ে শুরুতেই দু'বার জীবন পেয়েছেন৷ ফখর জামান ছাড়াও আরো দু'জন অর্ধশতক করেছেন৷
অন্যদিকে, ভারতের বিশ্ব সেরা ব্যাটিং লাইন আপ দ্রুতই ধসে পড়ে৷ ৩৩৮ রান টপকাতে গেলে ভারতকে নতুন রেকর্ড গড়তে হতো৷ অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ফাইনালে এত রান তাড়া করে কোনো দলের জয়ের রেকর্ড নেই৷ কোহলিও মনে করেন, রানের পাহাড় দেখে দলের উপর যে চাপ তৈরি হয়েছিল, তা খেলোয়াড়রা সামলাতে পারেননি৷ ফলে ১৮০ রানের রেকর্ড পরাজয় মনে নিয়েছে ভারত৷
গতকালের এই ঐতিহাসিক জয়কে বাড়তি গুরুত্ব দিতে গিয়ে দু'টো পুরনো ছবি দিয়ে টুইট করেছেন পাকিস্তানের আলোচিত সাংবাদিক হামিদ মীর৷ তিনি দাবি করেছেন, এর্দোয়ান গতকালের ম্যাচ দেখেছেন এবং পাকিস্তানের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন৷
কিন্তু দেখা যাচ্ছে, হামিদ মীর যে ছবি দু'টো প্রকাশ করেছেন, সেগুলো গতবছর তোলা এবং ভারত ও পাকিস্তানের মধ্যকার কোনো খেলার সময়ের নয়, বরং এর্দোয়ান তখন বিমানে বসে কোনো এক ফুটবল ম্যাচ দেখছিলেন৷ কোনোরকম যাচাই-বাছাই ছাড়া হামিদ মীর কেন এই পুরনো ছবি প্রকাশ করলেন, তা এক বিস্ময়৷ তবে এই নিয়ে সমালোচনার পর কোনোরকম কারণ দর্শানো ছাড়াই টুইটটি ডিলিট করে দিয়েছেন তিনি৷