1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পূর্বপরিচিত ভিসির কথা শুনেছেন প্রধানমন্ত্রী’

৩ জুলাই ২০২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে কোন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷ এই বিষয়ে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি৷

https://p.dw.com/p/3el9M
DW Khaled Muhiuddin Asks Talkshow | Khaled Muhiuddin Asks 019
ছবি: DW

ডয়চে ভেলে বাংলার ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ গত বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে চাঁদা চাওয়ার অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷ সেই ঘটনা প্রসঙ্গে রাব্বানী বলেন, ‘‘যেভাবে ম্যানিপুলেট করে দেখানো হয়েছে মিডিয়ার মাধ্যমে, টিকটিকির অভিযোগকে কুমির করে দেখানো হয়েছে৷ এখানে আরো অনেকেই জড়িত আছে৷ প্রধানমন্ত্রী যেখানে কথা বলেছেন, তার দিকে যাতে কোন আঙ্গুল না উঠে, এ বিষয়ে যাতে কোন প্রশ্ন না উঠে সেজন্য আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি৷''

এত কিছুর পরও দুদক বা শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার কেন তদন্ত করা হল না তা নিয়েও প্রশ্ন তোলেন রাব্বানী৷ বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না৷ আমাদের বিরুদ্ধে অভিযোগ আসায় প্রধানমন্ত্রী কষ্ট পেয়েছেন এটা স্বাভাবিক, যে তিনি এটা প্রত্যাশা করেননি৷ একটা (জাহাঙ্গীরনগর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি আগে থেকেই আপার (প্রধানমন্ত্রী) সাথে কানেক্টেড, ছোটবেলা থেকে চিনেন৷ তিনি যখন বলেছেন তখন আপা ভাববে এটা স্বাভাবিক৷ কিন্তু এটা আমি স্পষ্ট দেখছি যে তিনি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন৷ তার ছেলে, তার হাজবেন্ড, তার পিএস সবার বিরুদ্ধে কিন্তু এই অভিযোগটা এসেছে যে তারা টাকা নেয়ার সঙ্গে জড়িত৷ কিন্তু তদন্ত কেন হচ্ছে না?’’ এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ খণ্ডানোর সুযোগ পাননি বলেও দাবি করেন তিনি৷

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ডাকসুর সহ-সভাপতি নুরুল হক নূর৷ নিজের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘‘আমরা যদি মূল ধারার রাজনীতি করি সেখানেও আমাদের রাজনীতি হবে সাদামাটা৷ আমাদের কোন কালো টাকা নাই, যেটা আমরা রাজনীতিতে ব্যবহার করবো৷ পেশিশক্তি নাই যেটা রাজনীতিতে ব্যবহার করবো৷ আমাদের রাজনীতির পৃষ্ঠপোষক হবে সাধারণ মানুষ৷’’

কোনো রাজনৈতিক দল ডাকলে তাদের সঙ্গে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা একটি নতুন ধারার রাজনীতি দেশে প্রতিষ্ঠা করতে চাই৷ আওয়ামী লীগ বিএনপিকেন্দ্রিক বলয়ের রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমাদের নাই৷ আমাদের এমন কোনো পরিকল্পনা নাই যে আওয়ামী লীগ বিএনপির পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা নিয়ে রাজনীতি করব৷’’

অন্যদিকে গোলাম রাব্বানী জানিয়েছেন তিনি এরইমধ্যে আইনজীবী হিসেবে নাম নিবন্ধন করেছেন৷ পাশাপাশি ব্যবসাও শুরু করছেন৷ এজন্য এক বন্ধুর সঙ্গে ‘বাংলাদেশ স্ট্রং সিকিউরিটি ফোর্স-বিএসএসএফ' নামের একটি প্রতিষ্ঠান চালু করেছেন তিনি৷ উন্নত দেশগুলোর মতো সব ধরনের নিরাপত্তা সেবা দেয়ার জন্য এই প্রতিষ্ঠানের অনুমোদন নেয়া হয়েছে বলে জানান৷ সেখানে তিনি চেয়ারম্যান হিসেবে যুক্ত হয়েছেন এবং কোনো অর্থ লগ্নি করেননি বলেও দাবি করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য