ফাঁসির রায় চান ব্লগাররা
৬ ফেব্রুয়ারি ২০১৩মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শাহবাগের সমাবেশ ক্রমেই বিস্তৃত হচ্ছে৷ চারদিকে রাস্তা ছাপিয়ে তা ছড়িয়ে যাচ্ছে অলিতে গলিতে৷ আর সব শ্রেণির মানুষ জাতীয় পতাকা, ব্যানার ও মিছিল নিয়ে যোগ দিচ্ছেন সমাবেশে৷ সংস্কৃতিক কর্মীরা গান গাইছেন৷ ফাঁসির মঞ্চ বানানো হয়েছে৷ আর সেখানে স্থাপন করা হয়েছে কাদের মোল্লার কুশপুত্তলিকা৷ তরুণ-তরুণীদের কথা, তাঁরা যাবজ্জীবন মানেন না৷ কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিতেই হবে৷
তাঁরা প্রশ্ন করেন, ক'টা হত্যাকাণ্ড ঘটালে একজন অপরাধীর ফাঁসি হবে? কতটা রক্ত নিলে একজন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধী হবে?
এই সমাবেশে এসে একাত্মতা প্রকাশ করেছেন সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক সাংবাদিক সবাই৷ তাঁদেরও কথা, এই রায় মানা যায় না, মেনে নেয়া হবে না৷ তাঁরা বলেন, সরকারের কোনো নমনীয় মনোভাব গ্রহণ করবে না জাতি৷
সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তরুণ ব্লগারদের ডাকা এই সমাবেশে যোগ দিয়ে অভিভূত হন৷ তাঁদের কথা, এই জাগরণ গণজাগরণে পরিণত হবে৷ আর তরুণরাই পারবে যুদ্ধাপরাধীদের প্রাপ্য বিচার আদায় করতে৷ তাঁরা যখন জেগেছে, তখন এর ফল আসবেই৷
ব্লগাররা জানিয়েছেন, তাঁদের এই সমাবেশ দাবি আদায় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে৷ সারা দেশ থেকে মানুষ এখানে আসবেন৷ তাঁরা ব্লগ, ফেসবুকের পর এখন মোবাইল ফোন মারফতও ‘ম্যাসেজ' দিচ্ছেন৷ খবর দিচ্ছেন জাতিকে সমবেত হতে, ঐক্যবদ্ধ হতে৷